টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে আজ (শনিবার) যেন গোলে বন্যায় পরিণত করে আরামবাগ ও উত্তর বারিধারা। প্রথমার্ধের চার গোলের পর রোমাঞ্চ ছড়ানো দ্বিতীয়ার্ধে আরো চার গোল দেখার সৌভাগ্য হয় টঙ্গীর দর্শকদের।
আট গোলের ম্যাচে প্রথম গোল করেন আরামবাগের ক্রিস্টোফার চিজোবা। ম্যাচের ১৩ মিনিটেই তার গোলে এগিয়ে যায় আরামবাগ। দুই মিনিট পর আরিফ হোসেনের লক্ষ্যভেদে সমতায় ফিরে উত্তর বারিধারা। তবে আবারো ম্যাচে এগিয়ে যেতে মাত্র ৭ মিনিট সময় নেয় আরামবাগ। ২২ মিনিটে নিজের ২য় গোল করেন চিজোবা। ৪০ মিনিটে নিহাত জামান উচ্ছ্বাসের গোলে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আরামবাগ।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই চমক দেখায় উত্তর বারিধারা। ছয় মিনিটের মধ্যে তিন গোল করে লিগে প্রথম জয়ের সম্ভাবনা জাগায় উত্তর বারিধারা। ৫২ ও ৫৬ মিনিটে লক্ষ্যভেদ করেন অধিনায়ক সুমন রেজা। এই দুই গোলে চলতি লীগে জাতীয় দলের এই স্ট্রাইকারের পঞ্চম গোল পূরণ হলো। শেষ ম্যাচেও গোল করা সুজন বিশ্বাস এ ম্যাচের ৫৮ মিনিটে গোল করে বারিধারাকে ৪-৩ গোলে এগিয়ে নেন।
ম্যাচে এগিয়ে গিয়ে চলতি লীগে প্রথম বারের মত জয়ের স্বপ্ন দেখে উত্তর বারিধারা। তবে ম্যাচের ৮২ মিনিটে মিশরের ডিফেন্ডার মাহমুদ সায়েদ গোল করলে বারিধারার স্বপ্নের মৃত্যু ঘটায় আরামবাগ।
এই ড্র তে চলতি লীগে প্রথম বারের মত পয়েন্ট অর্জন করলো আরামবাগ ক্রীড়া সংঘ। অন্যদিকে নয় ম্যাচের ছ’টিতেই ড্র করলো বারিধারা। নয় ম্যাচে ৬ পয়েন্ট এগারো নাম্বারে উত্তর বারিধারা ও নয় ম্যাচে এক পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে আরামবাগ ক্রীড়া সংঘ।