গত রাতে প্রতিপক্ষের মাঠ ভ্যালেদোলিদ থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরোর একমাত্র গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফিরেছে লস ব্লাংকোসরা। এই নিয়ে টানা চার জয়ে শীর্ষে থাকা অ্যাথলেটিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে তিনে আনলো রিয়াল মাদ্রিদ।
চোটের জন্য আক্রমণ ও রক্ষণে যথেষ্ট শক্তি হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ভ্যালোদোলিদের বিপক্ষে জিদানের দল আক্রমণভাগে প্রবলভাবে অনুভব করেছে স্ট্রাইকার করিম বেনজেমার অভাব। অভিজ্ঞ ডিফেন্ডার সার্জিও রামোসের অনুপস্থিতিও কম অনুভব করেনি দলটি।
অবনমন অঞ্চলে থাকা ভ্যালেদোলিদ খুব বেশি সুযোগ পায়নি। তবে এর মধ্যেও অন্তত দুইবার তারা কঠিন পরীক্ষায় ফেলে থিবো কোর্তোয়াকে। বেলজিয়ান গোলরক্ষকের দৃঢ়তায় জাল অক্ষত রাখে বর্তমান চ্যাম্পিয়নরা। অবশেষে দ্বিতীয়ার্ধে ক্যাসেমিরোর গোলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফেরে প্রতিযোগিতায় সফলতম দলটি। ৬৫তম মিনিটে টনি ক্রুসের ফ্রি কিকে ব্রাজিলিয়ান এই মিডফিল্ডারের হেড পোস্টে লেগে জালে জড়ালে এগিয়ে যায় রিয়াল। চলতি আসরে এটি তার পঞ্চম গোল।
এই জয়ে লা লীগায় ২৪ ম্যাচে দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট হল ৫২। এক ম্যাচ কম খেলে শীর্ষে থাকা দিয়েগো সিমেওনির অ্যাথলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৫৫। দুই ম্যাচ কম খেলে ৪৬ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সেলোনা।