চলমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপে পঞ্চম ব্যাটসম্যান হিসেবে হাজার রানের গন্ডি পেরুলেন ভারতের অজিঙ্কা রাহানে। প্রথমবারের মত আয়োজিত এই চ্যাম্পিয়নশীপে প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে রাহানে এই মাইলফলক স্পর্শ করেছেন।
ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপের ১৫ ম্যাচে হাজার রান ছুঁয়েছেন রাহানে। এই তালিকায় সবার উপরে অস্ট্রেলিয়ার মার্নাস লাবুসেন। ৭২.৮২ গড়ে সর্বাধিক ১৬৭৫ রান এসেছে তার ব্যাট থেকে। এরপরেই আছেন ইংলিশ অধিনায়ক জো রুট। ৫৩.৪৪ গড়ে এখন পর্যন্ত ১৫৫০ রান করেছেন তিনি।
তিনে এবং চারে যথাক্রমে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ ১৩৪১ এবং ইংল্যান্ডের বেন স্টোকস ১২২০ রান করেছেন ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশীপে।
চেন্নাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে টসে জিতে ব্যাটিংয়ে নেমে গুরুত্বপূর্ণ তিন উইকেট হারালেও রোহিত শর্মা এবং অজিঙ্কা রাহানের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছে স্বাগতিকরা। চতুর্থ উইকেটে তাদের ১০৩* (১৯৬) রানের অবিচ্ছেদ্য পার্টনারশিপে চা বিরতিতে যাওয়ার আগে ভারতের সংগ্রহ ৫৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮৯ রান।
১৬ চার আর ২ ছয়ে ১৭৮ বলে ১৩২* রানে রোহিত শর্মা এবং পাঁচ চারে ৮০ বলে ৩৬ রানে অপরাজিত আছেন অজিঙ্কা রাহানে।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশীপে সর্বাধিক রানঃ
- ১৬৭৫ রান – মার্নাস লাবুসেন (গড়ঃ ৭২.৮২)
- ১৫৫০ রান – জো রুট (গড়ঃ ৫৩.৪৪)
- ১৩৪১ রান – স্টিভ স্মিথ (গড়ঃ ৬৩.৮৫)
- ১২২০ রান – বেন স্টোকস (গড়ঃ ৫৩.০৪)
- ১০১৯* রান – অজিঙ্কা রাহানে (গড়ঃ ৪৭.৮০*)
* রিপোর্ট করার সময় পর্যন্ত