বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে একটি চার দিনের ম্যাচ, পাঁচটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে এসেছে আয়ারল্যান্ড এ দল (আয়ারল্যান্ড) উলভস। চারদিনের টেস্টের প্রথম দিনেই বিপর্যস্ত সফরকারী। তানভির ইসলাম-সাইফ হাসানদের বোলিং তোপে ১৫১ তে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড।
বাংলাদেশেএ পক্ষে ৫ টি উইকেট নিয়েছেন তানভির। দুইটি করে নিয়েছেন ইবাদত এবং সাইফ। আয়ারল্যান্ড দলের পক্ষে সর্বোচ্চ সর্বোচ্চ ৩৮ রান এসেছে কার্টিস ক্যাম্ফারের ব্যাট থেকে। ২য় সর্বোচ্চ ২০ রান করেছেন লরকান টাকার।
চট্টগ্রামে আজ সকালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন আয়ারল্যান্ড দলের অধিনায়ক ক্যাম্ফার। শুরুটা বেশ ভালই করেছিল তারা দলীয় ৩৪ রানে জেমস ম্যাককোলামকে হারায় অতিথিরা। প্রথম উইকেট হারানোর পরেই তাসের ঘরের মত ভেঙে পড়ে আইরিশদের ব্যাটিং লাইনের মেরুদণ্ড।
স্কোরবোর্ডে ২৮ রান যোগ করতেই আরো ৩ উইকেট খুইয়ে বসে উলভস। কার্টিস ক্যাম্ফারকে নিয়ে বড় ধাক্কা কাটানোর চেষ্টা করেন টাকার। ৫ম উইকেটে ৪০ রান যোগ করে যখন বড় স্কোরের দিকে নজর দিচ্ছিলো আয়ারল্যান্ড, তখন যমদূত হয়ে হাজির হন বাংলাদেশ ইমার্জিং দলের অধিনায়ক সাইফ। এই পার্টটাইম স্পিনার তুলে নেন দুজনকেই।
বাকি গল্পটা লিখেছেন ২৪ বছর বয়সী স্পিনার তানভির ইসলাম। দ্রুত লোয়ার অর্ডারকে মুড়িয়ে দেন তিনি। একে একে ফেরান মার্ক এডায়ার (৯) গ্যারেথ ডিলানি (৫) এবং গ্রাহাম হুমকে। (১০)। ফলে ১৫১ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড উলভস।
৫ উইকেট নিতে তানভির খরচ করেছেন ৫৫ রান। এছাড়া ফাস্ট বোলার ইবাদত ৩২ রান খরচায় নিয়েছেন ২ উইকেট। খালিদ নিয়েছেন ১ টি। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ২৮।