কিছুতেই যেন থামছে না ইংলিশ ক্লাব লিভারপুলের ইঞ্জুরি তালিকা। ৩০ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিমিয়ার লীগ জয়ের পর চলতি মৌসুমে ঠিক অচেনা এক লিভারপুল দলের দেখা যাচ্ছে। একে একে গুরুত্বপূর্ণ সদস্যদের ইঞ্জুরিতে দলের মেরুদণ্ড যেন ভেঙে যাচ্ছে অলরেডদের। বৈশ্বিক করোনার বিরতির পর একটি ম্যাচও ফিট একাদশ পায়নি কোচ ইয়ুর্গন ক্লপ। এবার, ইঞ্জুরির সেই তালিকায় যুক্ত হয়েছে কাপ্তান জর্দান হেন্ডারসন।
ইংলিশ প্রিমিয়ার লীগে মার্সেসাইড ডার্বিতে এভারটনের বিপক্ষে হার্মিস্ট্রিং ইঞ্জুরিতে পড়ে মাঠ ছাড়ে হেন্ডারসন। শুরুতে খুব বড় ধরনের ইঞ্জুরি বুঝা না গেলেও ম্যাচশেষে দুঃসংবাদ দেন ইয়ুর্গন ক্লপ। ম্যাচশেষে লিভারপুল কোচ বলেন, “মেডিকেল টিমের কেউই তার (হেন্ডারসন) ইঞ্জুরি নিয়ে পজিটিভ কিছু বলছে না। এটি দেখতে ভালো লাগছিল না।”
মঙ্গলবার হেন্ডারসনের মেডিকেল রিপোর্ট আসার পর ক্লপের কথাই সত্য হল। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের বরাতে জানা যায়, ইঞ্জুরির জন্য অন্তত ১২ সপ্তাহের জন্য বাহিরে থাকতে হবে ইংলিশ মিডফিল্ডারকে। হেন্ডারসনের যে অবস্থা তাতে সার্জারি করা লাগতে পারে। এমনকি সার্জারি না করলেও ইঞ্জুরি থেকে রিকভার হতে প্রিমিয়ার লীগে শেফিল্ড ইউনাইটেড, চেলসি, ফুলহ্যাম, উলভস এবং লেইপজিগের বিপক্ষে দ্বিতীয় লেগেও বেঞ্চে থাকতে হবে অলরেড কাপ্তানকে।
বুধবার রাতে লিভারপুল নিজেদের অফিশিয়াল সাইটে এক বিবৃতিতে হেন্ডারসনের ইঞ্জুরির বিষয়টি নিশ্চিত করেছে। একই সাথে ইংলিশ চ্যাম্পিয়নরা তাকে দ্রুত দলে ফিরতে সহযোগিতা করবে বলে জানিয়েছে।