আইপিএল এর নিলামে আজ অনেক নামী ক্রিকেটারই অবিক্রিত ছিলেন। তার মধ্যে ভারতের অনেক নামী ক্রিকেটারও দল পাননি। কেদার যাদবের সাথে অপ্রত্যাশিত ভাবে সে তালিকাতে আছে হনুমান ভিহারীর নামও।
৫০ লক্ষ টাকার ভিত্তিমুল্য থাকলেও তাকে দলে নেয়নি কোন দল। এর আগে অবশ্য আইপিএলে খেলার অভিজ্ঞতা ছিল ভিহারীর। সানরাইজার্স হায়দ্রাবাদ এবং দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠ মাতানো এই ভারতীয়র দিকে চোখ পড়েনি কোন দলের।
তবে দল না পাবার পর মজা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। পোস্ট করে আইপিএলকে একরকম ট্রল করে তিনি লিখেছেন, “লল 😅”
২৪ ম্যাচে ২৮৪ রান করেছেন তিনি আইপিএল ক্যারিয়ারে, আর ১ টি উইকেট নিয়েছেন হনুমান ভিহারী৷
বোলারদের দাপটেই চলছে আইপিএলের নিলাম। ১৬ কোটিতে দক্ষিণ আফ্রিকার বোলার মরিসকে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়েলস।