আজ দুপুর সাড়ে ৩ টা চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪ তম আসরের ক্রিকেটার নিলাম, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লিগেই এই নিলামে বাংলাদেশের সমর্থকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ ও মোহাম্মদ সাইফুদ্দিন।
সাড়ে ৩ টায় নিলাম শুরুর অল্প সময়ের মধ্যেই উঠানো হবে সাকিব আল হাসানকে, তাকে নিলামের ২ নাম্বার সেটে রাখা হয়েছে। শুরুর দিকে নিলামে উঠবেন মুস্তাফিজুর রহমানও, তিনি আছেন ৪ নাম্বার সেটে। নিলামের চূড়ান্ত তালিকায় জায়গা পাওয়া বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার মোহাম্মদ সাইফুদ্দিন ও মাহমুদউল্লাহ রিয়াদ আছেন ১৯ ও ৩২ নাম্বার সেটে।
আজ মোট ১২৮ জন বিদেশি ক্রিকেটার নিলামে উঠবেন, তবে এর মধ্যে অবিক্রিত থেকে যাবেন অধিকাংশ ক্রিকেটারই। মাত্র ২২ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে আইপিএলের ৮ টি ফ্রাঞ্চাইজি, যার ফলে মোহাম্মদ সাইফুদ্দিন ও মাহমুদউল্লাহ রিয়াদকে নিলামে নাও উঠানো হতে পারে।
২ নাম্বার সেটে সাকিবের পাশাপাশি আছেন ডেভিড মালান, গ্লেন ম্যাক্সওয়েল, ক্রিস মরিস, শিভাম দুবে ও কেদার যাদব। নিলামে শুরুতেই উঠবেন ১ নাম্বার সেটে থাকা অ্যারন ফিঞ্চ, অ্যালেক্স হেলস, এভিন লুইস, করুন নায়ার, জেসন রয়, স্টিভেন স্মিথ ও হনুমা বিহারি।
৪ নম্বর সেটে মুস্তাফিজের সাথে থাকছেন মার্ক উড, অ্যাডাম মিলনে, ঝাই রিচার্ডসন, শেলডন কটরেল, নাথান কোল্টার-নাইল, ও উমেশ যাদব।