ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে এমনিতেই সমালোচনার কমতি নেই, আন্তর্জাতিক ক্রিকেটকে ছুটি পাঠিয়ে প্রায় ২ মাস ধরে চলে এই টুর্নামেন্টকে ক্রিকেটাররাও অগ্রাধিকার দিয়ে থাকেন দেশের চেয়ে। বাংলদেশ থেকে সাকিব আল হাসানও ছুটি চেয়েছেন আইপিএল খেলার জন্য। তবে সাকিবের ছুটিকে কেন্দ্র করে উত্তপ্ত বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। প্রশ্ন উঠছে দেশাত্মবোধ নিয়ে।
আইপিএলে খেলার জন্য এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান, ইতোমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সেটা মেনে নিয়েছেন। ভক্ত-সমর্থকদের জন্য হতাশাজনক হলেও বাস্তবতা হচ্ছে জাতীয় দলের চেয়ে আইপিএলকেই প্রাধান্য দিচ্ছেন সাকিব।
তবে শুধুমাত্র সাকিব যে একাই আইপিএলকে প্রাধান্য দিচ্ছেন বিষয়টা এমন নয়, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে হতে যাওয়া এই টুর্নামেন্টে খেলার জন্য জাতীয় দলে খেলবেন না নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনসহ এক ঝাঁক ক্রিকেটার।
নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে খেলবেন না ইংল্যান্ডের সহ-অধিনায়ক বেন স্টোকস, মঈন আলী, জোফরা আর্চাররা। বোর্ডের পক্ষ থেকেও সুযোগ পাওয়া ক্রিকেটারদের আইপিএলে খেলার জন্য পরামর্শ দেওয়া হয়েছে, ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২১ বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে আইপিএলকে আদর্শ মনে করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড।
এপ্রিলের দ্বিতীয় সপ্তাহ থেকে আইপিএল শুরু হলেও করোনা পরিস্থিতি, কোয়ারেন্টাইন ইস্যু ও প্রস্তুতির অংশ হিসেবে মার্চের শেষ কিংবা মাঝামাঝি সময়েই ভারতে পৌঁছাতে হবে আইপিএলে খেলা ক্রিকেটারদের। যার কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজে খেলবেন না নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসনসহ বেশকজন ক্রিকেটার।
বাংলাদেশের বিপক্ষে সিরিজে না খেলা ক্রিকেটারদের তালিকা বেশ লম্বাই বলতে হবে। কেন উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, লোকি ফার্গুসন, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন এবং টিম সেইফার্টকে পাচ্ছে না নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডও তাদের অনুমতি দিয়েছে।