পাকিস্তান সুপার লিগে মাত্র ২ ম্যাচ খেলেই দেশে ফিরতে হচ্ছে ক্রিস গেইলকে। মূলত জাতীয় দলে ডাক পাওয়াতেই ফিরে যাচ্ছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি দল কোয়েট্টা গ্লাডিয়েটর্সের হয়ে পিএসএল মাতাচ্ছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটের এই ফেরিওয়ালা।
জাতীয় দলের খেলা শেষে যোগ দিতে পারেন পিএসএলের ২য় ভাগে। আগামী ৪, ৬ ও ৮ মার্চ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খলবে ওয়েস্ট ইন্ডিজ। আর সেই সিরিজকে সামনে রেখেই পিএসলকে আপাতত বিদায় বলতে হচ্ছে তার।
আগামী আসরগুলোতে পিএসএলে ততটা ভালো করতে পারেননি গেইল। ১১ ম্যাচ পর গত কাল পেয়েছেন নিজের প্রথম অর্ধশতক। সব মিলে দুই ম্যাচে গেইল করেছেন যথাক্রমে ২৪ বলে ৩৯ ও ৪০ বলে ৬৮ রান। এমন ফর্মে থাকা অবস্থায় পিএসএল ছেড়ে যেতেও মন সায় দিচ্ছে না গেইলের।
ফিফটি করার পর গেইল জানিয়েছেন, “এখন পিএসএল ছেড়ে যাওয়াটা দুঃখের বিষয়। আমি পুরো মৌসুমটা শেষ করেই যেতে চেয়েছিলাম। আমার ইচ্ছা ছিল পিএসএলে দারুণ খেলে ভক্ত-সমর্থকদের জন্য আনন্দের মুহুর্ত উপহার দেয়া।”
সবমিলে প্রায় ২ বছর বাদে জাতীয় দলের মেরুন রঙের জার্সি গায়ে তুলতে যাচ্ছেন গেইল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবশেষ ম্যাচ খেলেছিলেন ২০১৯ সালের সালের আগস্টে। ফলে দীর্ঘ সময়ের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে গেইলের।