আইপিএলে খেলার স্বপ্ন কেইবা দেখেন না! রাতারাতি কোটিপতি হতে চান সবাই। একটি আইপিএল জীবন বদলে দিতে পারে সবার। কিন্তু ‘জীবন বদলে দেয়া আইপিএল’ চাননি ইংলিশ ফাস্ট বোলার মার্ক উড। তার কাছে বর্তমান পরিস্থিতিতে আইপিএলের চেয়ে দেশ এবং পরিবারই বড়।
আইপিএল ২০২১ এর নিলামে ২ কোটি ভিত্তি মূল্য ক্রিকেটারদের তালিকায় ছিলেন মার্ক উড। কিন্তু নিলাম আরম্ভের মাত্র কয়েক মুহুর্ত আগে নিজের নাম প্রত্যাহার করে নেন তিনি। হঠাত এমন সিদ্ধান্ত নিয়ে উড বলেন, “আমি নিলামে নাম দিতে চাইনি এবং আমি চাইনি যে পরে কোনো দল আমাকে নিয়ে বিপাকে পড়ুক। আমার মতে এটা ঠিক হতো না।”
বর্তমান করোন পরিস্থিতি, দীর্ঘদিন জাতীয় দলের খেলা, পরিবার থেকে দুরত্ব এসবের কারণেই আইপিএল বর্জন করেছেন উড। তিনি আর বলেন, “আসলে কয়েকটা বিষয় এখানে কাজ করেছে (আইপিএল না খেলা নিয়ে)। প্রথমত আমার পরিবার। তাদের ছেড়ে ভারতেই আমাকে ৬ সপ্তাহ কাটাতে হবে এবং আইপিএল যোগ করলে আরও ৮ সপ্তাহ। আমরা করোনা মহামারির মতো অদ্ভুত পরিস্থিতিতে পড়েছি এবং এ কারণে ইংল্যান্ডের হয়ে খেললেও আগের মতো পরিবারের সঙ্গে দেখা হচ্ছে না আমাদের। এজন্য আমি ফ্রি থাকতে চাই। বাড়ি ফিরে নিজেকে দ্বিতীয় মৌসুমের জন্য তৈরি রাখতে চাই, যা অবশ্যই ইংল্যান্ডের জন্য।
সামনে আমাদের অনেক ক্রিকেট খেলতে হবে। আমি চাই বছরের শেষদিকে বিশ্বকাপ, অ্যাশেজ এবং ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজের আগে আমি মানসিক ও শারীরিকভাবে ফিট থাকতে। এমনিতেই অনেকদিন বাড়ির বাইরে আছি। ফলে বাকি সময়টা আমি পরিবারকে দিতে চাই।”
আগামী দুই বছরে ভারতের মাটিতে আছে একাধিক বিশ্বকাপ। আইপিএলে খেললে যেটি পরে সহায়ক ভূমিকা রাখবে বিশ্বকাপে। সেটি জানেন উড। তবুও তিনি পরিবার এবং দেশকে শতভাগ দেয়ার জন্যই নিয়েছেন এমন সিদ্ধান্ত। তবুও যারা দেশের খেলা ফেলে আইপিএল খেলতে চান, তাতে আপত্তি নেই এই বোলারের।

তিনি বলেন, “অবশ্যই আইপিএলে অনেকেই মোটা অঙ্কের অর্থ পাচ্ছেন এবং তাদের জন্য এটা দারুণ ব্যাপার। এটা জীবন বদলে দেওয়ার মতো অর্থ, ফলে নাম প্রত্যাহার করে নেওয়া আমার জন্য কঠিন ছিল। তাছাড়া অর্থ ছাড়াও সেখানে খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার সুযোগ থাকবে।”
মার্ক উড ২০১৮ সালে চেন্নাইয়ের হয়ে খেলেছিলেন একটি ম্যাচ। সে বছর ধোনির দল নিলাম থেকে তাকে নিয়েছিল দেড় কোটি রুপিতে। বল হাতে এক ম্যচে ৪৯ রান দিয়ে ছিলেন উইকেট শুণ্য।