||ব্রেকিং আপডেট||
আইসিসি অনুমোদিত ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণ ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের উদ্বোধনী আসরের প্লেয়ার্স ড্রাফটে নিকোলাস পুরান, কাগিসো রাবাদা, সাদাব খান, হ্যারি গার্নিদের মত তারকাকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার অরিজিনালস।
রবিবারে বেশ গোপনীয় ভাবেই ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। সেখানে নিকোলাস পুরান, কাগিসো রাবাদা, সাদাব খান, হ্যারি গার্নিসহ ১০ ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে।
নিলামে ১ লাখ ডলারে ক্যারিবিয়ান ব্যাটসম্যান নিকোলাস পুরানকে দলে ভেড়ায় ম্যানচেস্টার অরিজিনালস। তারপর একই দামে ফ্যাঞ্জাইজিটির দ্বিতীয় খেলোয়াড় হিসেবে দলে নেয় দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদাকে। এছাড়া অলরাউন্ডার কোটায় তারা দলে ভিড়িয়েছে পাকিস্তানের শাদাব খানকে।
নিলামের আগে দলটি আইকন হিসেবে ইংলিশ উইকেটকিপার জস বাটলারকে বেছে নিয়েছিল। এছাড়া ফিল সল্ট, ম্যাট পারকিনসন, জো ক্লার্ক এবং ওয়াইন ম্যাডসেনকেও আগে থেকে দলে নিয়েছিল তারা।
ম্যানচেস্টার অরিজিনালস স্কোয়াডঃ
জস বাটলার, নিকোলাস পুরান, কাগিসো রাবাদা, হ্যারি গার্নি, ফিল সল্ট, ম্যাট পারকিনসন, জো ক্লার্ক, জেমি ওভারটন, সাদাব খান, টম লাম্মনবায়, ওয়াইন ম্যাডসেন, স্টিভেন ফিন, কলিন আকারম্যান, রিচার্ড গ্লেসন এবং টম হার্টলি।