ভারতের আহমেদাবাদে অবস্থিত মো্তেরার সর্দার প্যাটেল স্টেডিয়াম। নতুন করে সংস্কার করার পর মেলবোর্নকে পিছনে ফেলেছে স্টেডিয়ামটি। এটিই এখন বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম। আজ (বুধবার) এখানেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ডে-নাইট টেস্ট খেলবে ভারত। এই টেস্ট দিয়েই নতুন পথচলা শুরু হবে স্টেডিয়ামটির।
ডে-নাইট টেস্ট শুরুর আগেই সর্দার প্যাটেল স্টেডিয়ামের নাম বদলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামানুসারে ‘নরেন্দ্র মোদী স্টেডিয়াম’ করা হয়েছে। নরেন্দ্র মোদী স্টেডিয়াম উদ্বোধন করার সময় উপস্থিত ছিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু এবং ভারতের ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব জয় শাহ ।
বর্তমান স্টডিয়ামটি বিশ্বের বৃহত্তম ক্রিকেট মাঠ, যার ধারণক্ষমতা ১,১০,০০০। এবং এটি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডকেও ছাড়িয়ে গেছে। মেলবোর্নে একসাথ ৯০,০০০ দর্শক খেলা দেখতে পারেন ।
আজকের পিংক বল টেস্ট ছাড়াও সিরিজের চতুর্থ টেস্টটিও অনুষ্ঠিত হবে এখানে। এছাড়াও ৫ ম্যাচের টি-২০ সিরিজের সবগুলো ম্যাচের আয়োজকও হবে ভারতের ঐতিহাসিক এই স্টেডিয়াম।

উদ্বোধনী অনুষ্ঠানে আমিত শাহ বলেন, “মোতেরার সরদার বল্লভভাই প্যাটেল স্পোর্টস এনক্লেভ এবং নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সাথে মিলিত, নারানপুরায় একটি স্পোর্টস কমপ্লেক্সও নির্মিত হবে। এই তিনটি স্টেডিয়াম যে কোনও আন্তর্জাতিক ক্রীড়া অনুষ্ঠান আয়োজনের জন্য সদা সজ্জিত থাকবে। আহমেদাবাদ ভারতের ‘ক্রীড়া শহর’ হিসাবে নতুন করে পরিচিত লাভ করবে।”
ক্রীড়ামন্ত্রী রিজিজু বলেছেন, এটি ভারতের জন্য একটি গর্বের মুহূর্ত। তিনি বলেন, “শুধু ক্রিকেটের জন্য নয়, এটি সর্ব ভারতের জন্য একটি গর্বের বিষয়। বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম হওয়ার পাশাপাশি এটি বিশ্বের অন্যতম আধুনিক স্টেডিয়ামও।”