নিউজিল্যান্ড বাংলাদেশের জন্য সব সময়ই কঠিন এক পরীক্ষার নাম, টেস্ট তো বটেই সীমিত ওভারের ক্রিকেটেও দেশটিতে কোন জয় নেই টাইগারদের। কিউইদের মাটিতে ১৩ ওয়ানডে ও ৪ টি-টোয়েন্টি ম্যাচের সবকটিতেই হেরেছে বাংলাদেশ, তবে এবার জয়ের আশা করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
মার্চে মাঠে গড়াবে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ, কোয়ারেন্টাইন ও প্রস্তুতি পর্বের জন্য প্রায় ১ মাস আগেই দেশ ছাড়বে বাংলাদেশ। সিরিজটিকে সামনে রেখে গতকাল ২০ সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে বিসিবি, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন সাকিব আল হাসান।
নিউজিল্যান্ডের মাটিতে জয় না থাকলেও এবার জয়ের লক্ষ্য নিয়েই ২৩ ফেব্রুয়ারির বিমান ধরবে বাংলাদেশ দল। শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
তিনি বলেন, “অবশ্যই সম্ভব (জয় পাওয়া), এবার অভিজ্ঞ এক দল যাচ্ছে। করোনা মহামারির কারণে এক বছর বিরতির পরও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছি, এজন্য আত্মবিশ্বাসী। আশা করি, উন্নতির ধারা ঠিক থাকলে ভালো ফল দেখবো।”
ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় প্রত্যাশিতই ছিল, তবে নিউজিল্যান্ডে সেই কাজটা মোটেও সহজ হবে না বাংলাদেশের জন্য। ২০ মার্চ ওয়ানডে দিয়ে মাঠে গড়াবে সীমিত ওভারের সিরিজ, ২৮ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ।