এ মাসেই শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি), সেখানে জায়গা পেয়েছেন ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সুপার স্ম্যাশে দুর্দান্ত পারফর্ম করা ফিন অ্যালেন।
ইঞ্জুরিতে পড়া কিউই ওপেনার মার্টিন গাপটিলের বিকল্প হিসেবে জায়গা পেয়েছেন ফিন অ্যালেন, ২১ বছর বয়সী উইকেটরক্ষক এই ব্যাটসম্যান সুপার স্ম্যাশ টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন।
সুপার স্ম্যাশ টি-টোয়েন্টি কাপে খেলতে গিয়েই হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েন মার্টিন গাপটিল, সেই টুর্নামেন্টেই আলো ছড়িয়ে জাতীয় দলে জায়গা করে নিলেন ফিল অ্যালেন। ওয়েলিংটনের হয়ে খেলা অ্যালেন ১১ ইনিংসে ব্যাট করে ৫৬.৮৮ গড়ে টুর্নামেন্ট সর্বোচ্চ ৫১২ রান করেছেন, স্ট্রাইকরেট ১৯৩।
আঙুলের অস্ত্রোপচার শেষে দলে ফিরেছেন জেমস নিশাম, নিজেদের জায়গা ধরে রেখেছেন ডেভিড কনওয়ে, মার্ক চ্যাপম্যান, গ্লেন ফিলিপসদের মতো ক্রিকেটাররাও। অধিনায়ক যথারীতি কেন উইলিয়ামসনই, বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে সিরিজটাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এনজেডসি।
হ্যামস্ট্রিংয়ের চোটে ভোগা মার্টিন গাপটিলেরও সুযোগ থাকছে স্কোয়াডে ফেরার, তবে তার আগে তাকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দলঃ
কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, গ্লেন ফিলিপস, হামিশ বেনেট, ফিন অ্যালেন, কাইল জেমিসন, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, টিম সাইফার্ট, ইশ সোধি, টিম সাউদি, ট্রেন্ট বোল্ট।