তিন ম্যাচের ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌছেছে বাংলাদেশ ক্রিকেট দল। গতকাল (মঙ্গলবার) বাংলাদেশ সময় বিকেল ৮ টার দিকে সিংগাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন তামিম- মুশফিকুর রহিমরা।
১৫ ঘন্টার জার্নি শেষে নিউজিল্যান্ড সময় দুপুর আড়াইটা্র দিকে ক্রাইস্টচার্চে পৌছায় বাংলাদেশ দল। করোনা পরবর্তি সময়ে এটিই বাংলাদেশের প্রথম বিদেশ সফর। নিউজিল্যান্ডে পৌছে ৭ দিনের কোয়ারেন্টাইনে থাকবে বাংলাদেশ। পরের ৭ দিনে অনুশীলনের সুযোগ পাবে লাল সবুজের প্রতিনিধিরা। নিউজিল্যান্ডে একাধিক প্রস্তুতি ম্যাচের সুযোগও পাচ্ছে বাংলাদেশ।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি মাঠে গড়াবে আগামী ২০, ২৩ ও ২৬ মার্চ। প্রথম ওয়ানডে শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টায়, পরেরটি সকাল ৭টায় । শেষ ওয়ানডে হবে ভোর ৪টায়। ৩ টি টি-টোয়েন্টি ম্যাচ হবে ২৮,৩০ এবং ১ এপ্রিল। প্রথম ম্যাচ হবে সকাল ৭ টা এবং পরের দুইটি হবে দুপুর ১২ টায়।
বাংলাদেশের ২০ সদস্যের স্কোয়াডঃ
তামিম ইকবাল খান, কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসাইন ধ্রুব, সৌম্য সরকার, নাঈম শেখ, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, রুবেল হোসেন, শেখ মাহাদী হাসান ও নাসুম আহমেদ।