হঠাত করেই আলোচনার কেন্দ্রবিন্দু সাকিব আল হাসান। আইপিএলে সাকিবের দল পাওয়া নিয়ে দেশের ক্রিকেট সমর্থকদের মাঝে যে উন্মাদনা কাজ করছিল, তা শ্রীলঙ্কা সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে বদলে গেছে ঠিক ১৮০ ডিগ্রীতে।
কাল (মঙ্গলবার) নিউজিল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ, ইঞ্জুরিতে পড়ে যেতে পারলেন না সাকিব। আজ রাত (রবিবার দিবাগত) ৩ টায় সন্তান সম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশিরের পাশে থাকতেই মা কে নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন সাকিব।
প্রায় দুই মাস আগে যখন সাকিব দেশে ফিরেছিলেন তখন মুখে ছিল হাসি জাতীয় দলের হয়ে ফেরা আনন্দ। কিন্তু কিছুদিন যেতে না যেতেই যেটি বদলে গেছে। কারণ সাকিবের টেস্ট না খেলতে চাওয়ার ইস্যু। তাই গোমরা মুখ নিয়েই দেশ ছেড়েছেন সাকিব।
বিতর্কি ইস্যুতে সাকিব মুখ না খুললেও বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজ নিয়ে কথা বলেছে বিশ্বসেরা অলরাউন্ডার। জানিয়েছেন শুভকামনা।
আজ দেশ ছাড়ার পূর্বে বিমানবন্দরে গণমাধ্যমকে সাকিব বলেন, “অবশ্যই মিস করবো, খেলতে পারলে তো ভালোই লাগতো। কিন্তু এখন আসলে কিছু করার নাই, দেখা যাক কি হয়। দলের জন্য শুভ কামনা।”
তবে নিউজিল্যান্ড সিরিজের পর এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টেও খেলতে না চাওয়া এই অলরাউন্ডারকে বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এবার নাও রাখা হতে পারে এমন আভাস পাওয়া গেছে বোর্ড কর্তাদের থেকে।