আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইঞ্জুরি ও ছুটির জন্য সীমিত ওভারের এই সিরিজে দলের সেরা পারফর্মার সাকিব আল হাসান থাকছেন না।
সাকিবকে না পাওয়া গেলেও দলে বড় কোন পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। সেইসাথে আগামীকাল দল ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
ঘরের মাঠে সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে টাইগারদের পারফরম্যান্স আশানুরূপ ছিলো না। ওয়ানডে সিরিজে ৩-০ তে জয় পেলেও, দুই টেস্টেই ক্যারিবিয়ানদের কাছে হেরেছে বাংলাদেশ।
একই সাথে আসন্ন সিরিজে নিউজিল্যান্ডের কঠিন কন্ডিশন এবং ঘরের মাঠে তাদের দূর্দান্ত ফর্মও ভাবাছে টাইগারদের। ফলে টাইগারদের জন্য কঠিন চ্যালেঞ্জই অপেক্ষা করছে।
সর্বশেষ নিউজিল্যান্ড সফরটা দুঃস্বপ্নের মত কেটেছিলো বাংলাদেশের। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইট-ওয়াশের পর, দুটি টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এরপর ২০১৯ বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দুই দল। সেখানে জয়ের স্বপ্ন জাগিয়েও শেষ পর্যন্ত ২ উইকেটে ম্যাচ হেরেছিল মাশরাফির দল।
আগামী ২০শে মার্চ প্রথম ওয়ানডেতে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৩ এবং ২৬ মার্চ হবে সিরিজের বাকি দুইটি ওয়ানডে। আর ২৮ ও ৩০ মার্চ এবং ১ এপ্রিল মাঠে গড়াবে তিনটি টি-টোয়েন্টি।