প্রথম শ্রেণীর ক্রিকেটে মোসাদ্দদেক হোসেন সৈকতের নামের পাশে তিনটি ডাবল সেঞ্চুরি, ব্যাটিং গড় ৫৭। জাতীয় দলেও সুযোগ পেয়েছেন ৩ টেস্টে। পারফরম্যান্সও খারাপ নয়। তার পরেও কোন অজানা কারণে টেস্ট দল থেকে বাদ মোসাদ্দেক। লাল বলের ভাবনাতেও নেই এই অলরাউন্ডার। সেটি জেনেই মোসাদ্দেকের ভাবনায় শুধুই এখন সীমিত ওভারের ক্রিকেট।
সাকিব আল হাসান না থাকায় সুযোগ পেয়েছেন বাংলাদেশের নিউজিল্যান্ড সফরের ২০ সদস্যের দলে। দীর্ঘদিন বাদে দলে ফিরে নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন এই অলরাউন্ডার। চুড়ান্ত স্কোয়াডে সুযোগ পেলে প্রতিদান দিতে চান নির্বাচকদের আস্থা।
সদ্য আবুধাবি টি-টেন লিগে খেলে এসেছেন মোসাদ্দেক। ব্যাটিংটাও বেশ ভালই করেছেন তিনি। টি-টেনে খেলার অভিজ্ঞতা নিউজিল্যান্ড সিরিজে কাজে লাগবে বলে মনে করেন তিনি। বিডি নিউজ ২৪ কে দেয়া সাক্ষাতকারে মোসাদ্দেক বলেন,
“টি-টেনের ব্যাপারটি হলো, উইকেটে গিয়ে একটু সময় নেওয়ারও সুযোগ নেই। প্রথম থেকেই মেরে খেলতে হয়। বাংলাদেশ দলেও যদি ওরকম পরিস্থিতি আসে, অবশ্যই অভিজ্ঞতাটা কাজে লাগবে। টি-টেন খেললে হিটিং রেঞ্জ, রিফ্লেক্স সব বাড়ে অনেক। ওয়ানডেতে যদি শেষ দিকে ব্যাটিংয়ে নামতে হয়, ৪-৫ ওভার যদি বাকি থাকে, আমার মনে হয় আগের চেয়ে ভালো করব। আগে গিয়েই শট খেলার ক্ষেত্রে হয়তো সমস্যা হয়েছে। এখন আশা করি এখানে আরেকটু ভালো করবো।”
ব্যাটিংয়ের পাশাপাশি নিউজিল্যান্ডে সুযোগ পেলে বল হাতেও কাজে লাগাতে চান অভিজ্ঞতাকে। অবদান রাখতে চান দলের হয়ে। এই সিরিজের ওয়ানডে দলে মাশরাফির জায়গা না হলেও তার দেয়া পরামর্শ কাজে লাগাতে চান মোসাদ্দেক। করতে চান টানা ডট বল যাতে করে চাপে ফেলতে পারেন প্রতিপক্ষকে। মোসাদ্দেক আরও বলেন,
“এবারও যদি সুযোগ হয়, পরিস্থিতি যেরকম চায়, সেরকমই চেষ্টা করবো। টানা ডট বল করতে পারলে ব্যাটসম্যান যে কোনও জায়গায় যে কোনও সময়ে চাপে পড়বে। মাশরাফি ভাই যখন অধিনায়ক ছিলেন, আমাকে এটাই করতে বলতেন। ৫-৬ ওভার বোলিং করলে, যতটা সম্ভব ডট বল যেন করতে পারি। এখনও নিশ্চয়ই ওরকমই থাকবে ভূমিকা।”
আগামীকাল (মঙ্গলবার) নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। এই সিরিজে ৩ টি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে বাংলাদেশ।