সাকিব আল হাসান ছাড়াও ২০২১ আইপিএলের নিলামে আছেন ৪ বাংলাদেশি। গত আসরে আইসিসির নিষেধাজ্ঞা থাকায় সাকিবের খেলা হয়নি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই লিগে। নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা সাকিব আছেন এবারের নিলামে। সাকিবের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি।
আইপিএলে চড়ামূল্যে দল পাবেন এমন ক্রিকেটারের শর্টলিস্টে ঘুরেফিরেই আসছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নাম। সাকিবের মত অলরাউন্ডারের অভাব আছে প্রায় প্রতিটা দলেই৷ সাবেক ভারতীয় পেসার অশীষ নেহরা মনে করছেন, সবচেয়ে বেশি দামে বিক্রি হবেন সাকিব আল হাসান। স্টার স্পোর্টসের এক ক্রিকেট অনুষ্ঠানে নেহরা বলেন,
“আইপিএলের নিলাম শুরু হচ্ছে। অনেক বড় বড় নাম আছে সেখানে। তবে আমার কাছে মনে হচ্ছে, একটি নাম আইপিএলের এবারের নিলামে সবার ওপরে থাকবে। তিনি বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে যে কোন দলে তিনি ভারসাম্য নিয়ে আসতে পারেন।”
সাকিব আল হাসান এখন পর্যন্ত আইপিএলের ৮ টি আসরে অংশ গ্রহণ করেছেন। খেলেছেন দুইটি দল- কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হাইদ্রাবাদের হয়ে।
সবমিলে ৬৩ টি ম্যাচ খেলা সাকিব ব্যাট হাতে রান করেছেন ১২৬ স্ট্রাইক রেটে ৭৪৬। দুইটি অর্ধশতক হাঁকানো সাকিবের সর্বোচ্চ স্কোর অপরাজিত ৬৬। বল হাতেও সাকিব সমান উজ্জ্বল। ২৮ গড়ে সাকিব নিয়েছেন ৫৯ টি উইকেট। এই ফরম্যাটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইকোনমি রেটটাও ঈর্ষনীয় ৭.৪৬।
চেন্নাইয়ে আজ (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টা থেকে শুরু হবে আইপিএল ২০২১ এর নিলাম। যাতে প্রথম দিকেই বিডারের হাতুড়ির নিচে যাবেন সাকিব।