।। পরিসংখ্যানের খেলা ।।
করাচির ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ষষ্ঠ আসরের পঞ্চম ম্যাচে মুলতান সুলতান্সের বিপক্ষে লড়ছে পেশোয়ার জালমি। ম্যাচের দ্বিতীয় ওভারেই বল করতে এসেই বিপজ্জনক অজি ব্যাটসম্যান ক্রিস লিনকে প্যাভিলিয়নে ফিরিয়েছেন মোহাম্মদ ইরফান।
ইরফানের গুড লেন্থের বল ড্রাইভ করতে যেয়ে স্লিপে হায়দার আলীর হাতে ধরা পড়েন লিন। নিয়ে স্বীকৃত টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে (১-৬) ৭৪টি উইকেট শিকার করলেন বাঁহাতি পেসার। অবশ্য পাওয়ার প্লের এই সময়টাতে পাকিস্তানি বোলার হিসেবে সর্বাধিক উইকেট শিকারে মোহাম্মদ ইরফান প্রথম নন।
১-৬ ওভারে পাকিস্তানিদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন বাঁহাতি পেসার সোহেল তানভির। মার কাটারি টি-টোয়েন্টি ক্রিকেটের গুরুত্বপূর্ণ এই অংশে ১৩০ উইকেটে রয়েছে তাঁর নামের পাশে।
৮১ উইকেট নিয়ে এ তালিকার দুইয়ে আরেক বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। কাকতালীয় হলেও পাওয়ার প্লেতে পাকিস্তানি বোলারদের উইকেট শিকারের এই তালিকা প্রথম আটজনের ৫ জনই বাঁহাতি বোলার। সেরা আটে একমাত্র স্পিনার হিসেবে রয়েছেন অলরাউন্ডার ইমাদ ওয়াসিম, পাওয়ার প্লেতে তার উইকেট সংখ্যা ৫১।
স্বীকৃত টি-টোয়েন্টিতে (১-৬) ওভারে সর্বাধিক উইকেট শিকার করা পাকিস্তানিরাঃ
- সোহেল তানভীর – ১৩০ উইকেট
- মোহাম্মদ আমির – ৮১ উইকেট
- মোহাম্মদ ইরফান – ৭৪ উইকেট
- ইয়াসির আরাফাত – ৬৩ উইকেট
- আজহার মাহমুদ – ৫৭ উইকেট
- জুনাইদ খান – ৫১ উইকেট
- ইমাদ ওয়াসিম – ৫১ উইকেট
- মোহাম্মদ সামি – ৫০ উইকেট