।। রেকর্ড কর্নার ।।
একজন বোলারের জন্য অন্যতম সেরা মূহুর্ত হলো কোন ব্যাটসম্যানকে সরাসরি বোল্ড করা। শুক্রবার চলমান পাকিস্তান সুপার লীগের সপ্তম ম্যাচে লাহোর কালান্দার্স এবং মুলতান সুলতান্সের লড়াইয়ে আরও একবার সেই স্বাদ পেয়েছেন পাকিস্তানের তারকা পেসার শাহীন শাহ আফ্রিদি।
টসে হেরে প্রথম ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান সংগ্রহ করেছিল শাহীনের লাহোর কালান্দার্স। দলের হয়ে সর্বোচ্চ ৬০(৩৫) রান এসেছে অভিজ্ঞ মোহাম্মদ হাফিজের ব্যাট থেকে। এছাড়া জো ডেনলি ৩১(২৯), সামিত প্যাটেল ২৬*(২০) রান করেন।
দ্বিতীয় ইনিংসে বল করতে এসে প্রথম ওভারেই লাহোরকে সফলতা এনে দেন শাহীন শাহ আফ্রিদি। বাঁহাতি পেসারের দারুণ এক বলে সরাসরি বোল্ড হন মুলতানের ওপেনার ক্রিস লিন। ২ বল মোকাবেলায় ০ রানেই প্যাভিলিয়নে ফিরেন অস্ট্রেলিয়ান তারকা ব্যাটসম্যান।

এ নিয়ে পিএসএল ইতিহাসে ১৭ বার বিপক্ষ দলের ব্যাটসম্যানকে সরাসরি বোল্ড করলেন শাহিন আফ্রিদি। লিনকে বোল্ড করার মধ্য দিয়ে এ তালিকায় দুইয়ে উঠে এসেছেন বাঁহাতি পেসার। ২৬টি বোল্ড আউটের কীর্তি নিয়ে তালিকার সবার উপরে রয়েছেন পাকিস্তানের আরেক তারকা বাঁহাতি পেসার ওয়াহাব রিয়াজ।
তবে ইনিংসের শুরুতে উইকেট হারালেও দুরন্ত ফর্মে থাকা মুলতানের অধিনায়ক রিজওয়ানের ফিফটিতে জয়ের পথেই রয়েছে সুলতান্স। অপরপ্রান্তে তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন ওয়াকাস মাকসুদ। শেষ খবর পাওয়া পর্যন্ত মুলতান সুলতান্সের সংগ্রহ ১১ ওভারে ১০১/২।
পিএসএলের ইতিহাসে সবচেয়ে বেশি বোল্ড করা বোলারঃ
- ২৬ – ওয়াহাব রিয়াজ
- ১৭ – শাহীন শাহ আফ্রিদি*
- ১৬ – মোহাম্মদ নওয়াজ ও শহীদ আফ্রিদি
- ১২ – হাসান আলী
- ১১ – ফাহিম আশরাফ ও ইয়াসির শাহ