পাকিস্তান সুপার লিগের (পিএসএলে) ষষ্ঠ আসর মাঠে গড়িয়েছে আজ। করাচি ন্যাশনাল স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে গত আসরের চ্যাম্পিয়ন করাচি কিংস এবং তার আগের বছরের চ্যাম্পিয়ন কোয়েটা গ্ল্যাডিয়েটর্স।
উদ্বোধনী ম্যাচে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন করাচি কিংস অধিনায়ক বাবর আজম।
এই টস জয়ের মাধ্যমে পিএসএলের ইতিহাসের সর্বাধিক টস জয়ের রেকর্ড গড়লো করাচি কিংস। এ নিয়ে উক্ত টুর্নামেন্টে ৩৩ বার টস জিতেছে দলটি।
করাচির ঠিক পরেই আছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। ফ্যাঞ্জাইজিটি ৩২ বার পিএসএলের টস জিতেছে।
করোনার পর আজই প্রথম মাঠে বসে খেলা দেখার সুযোগ পাচ্ছেন পাকিস্তানি দর্শকরা। করাচির ন্যাশনাল স্টেডিয়ামে সাত হাজার পাঁচশ জন দর্শক মাঠে বসে খেলা উপভোগ করছেন।