চলতি মৌসুমের শুরুটা কতই না বাজে হয়েছিল ফুটবল ক্লাব বার্সেলোনার। টানা হারে লীগে এক সময় শীর্ষ দশের বাহিরেও ছিল কাতালানরা। তবে সময় বদলেছে। শুরুর সব ধকল কাটিয়ে ছন্দে ফিরেছে ব্লাউগ্রানারা। গত রাতে আলাভেসকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে স্প্যানিশ লা লীগায় টানা সপ্তম জয় তুলে রিয়াল মদ্রিদকে টপকে লা লীগায় দুইয়ে রোনাল্ড কোম্যানের দল।
এই জয়ে আত্মবিশ্বাসী বার্সেলোনা কোচ সাবধান করে দিল ফরাসি চ্যাম্পিয়ন পিএসজিকে। দুদিন পর ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোর প্রথম লেগে গতবারের রানার্সআপ পিএসজির আতিথ্য নিবে কাতালানরা। চলতি মৌসুমে পিএসজি নিজেদের হারিয়ে খুঁজছে। তাছাড়া দলের সেরা তারকা ব্রাজিলিয়ান পোষ্টারবয় নেইমার ছাড়াও তারকা মিডফিল্ডার ডি মারিয়ার অনুপস্থিতিও ম্যাচ শুরু আগে ব্যাকফুটে থাকবে লা প্যারিসিয়ানরা।
এই সুযোগটি পুরো নিতে চাচ্ছে বার্সা কোচ। দলের সাম্প্রতিক সময়ের দারুণ ফর্মও তাকে আত্মবিশ্বাস যোগাচ্ছে । তাই ম্যাচ শুরুর আগে পচিত্তিনোদের সাবধান করে দিল ডাচ কিংবদন্তি। কাল আলাভেসকে হারানোর পর রোনাল্ড কোম্যান জানান, “দল ভালো করছে। শক্তিশালী রক্ষণের দল আলাভেসের বিপক্ষে এমন ম্যাচের পর পিএসজির বিপক্ষে জেতার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।
ওদের চোট সমস্যা আছে, আমাদেরও তা আছে। লড়াই হবে সমানে-সমানে। জিততে আমাদের ভালো ফুটবল খেলতে হবে। আমরা এই মুহূর্তে ভালো ছন্দে আছি। ভালো একটা জয়ের ধারায় আছি। আমরা আত্মবিশ্বাসী।”
আগামী মঙ্গলবার চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর প্রথম লেগে ঘরের মাঠে পিএসজির মুখোমুখি হবে বার্সেলোনা। ১০ মার্চ ফিরতি পর্বে প্যারিসে মুখোমুখি হবে দল দুটি।