অবিশ্বাস্য ভাবে ইংলিশ প্রিমিয়ার লীগের ২০১৫-১৬ মৌসুমের শিরোপা ঘরে তোলে লেস্টার সিটি। এই চ্যাম্পিয়নশীপ জয়ের অন্যতম কারিগর ছিলেন ইংলিশ স্ট্রাইকার জেমি ভার্ডি। লীগে ৩৬ ম্যাচে ২৪ গোল করে নিজের সক্ষমতার জানান দিয়েছিলেন এই স্ট্রাইকার। জেমি ভার্ডির এই দুর্দান্ত পার্ফরমেন্সে মুগ্ধ হয়ে তৎকালীন আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার তাকে দলে ভেড়াতে চেয়েছিলেন। আর্সেন ওয়েঙ্গার নাকি তার জন্য স্বাভাবিকের চেয়েও বেশি টাকার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু লেস্টার সিটি ভার্ডিকে ধরে রাখার জন্য আর্সেন ওয়েঙ্গারের করা প্রস্তাবের চেয়েও বেশি টাকায় চুক্তি নবায়ন করে এবং আর্সেন ওয়েঙ্গার ভার্ডিকে দলে ভেড়াতে ব্যর্থ হন।
বেইনস্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে আর্সেন ওয়েঙ্গার এ বিষয় নিয়ে কথা বলেছেন। তিনি আরও জানিয়েছেন,
“ভার্ডি সব সময় খেলার মধ্যেই মনোযোগ রাখতো, তাকে দেখে কখনও মনে হতো না সে খেলার বাইরে আছে। সে এমন একজন স্ট্রাইকার, যদিও সহজ সুযোগ মিসও করে সে আবার গোল করে দেখিয়ে দিবে।”
তাকে দলে ভেড়ানোর ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি অকপটে বলে দেন, “আমি তার জন্য প্রচুর অর্থের প্রস্তাব করেছিলান কিন্তু সে আর্সেনালে আসেনি।”
চলতি সিজনেও জেমি ভার্ডি লেস্টার সিটির সেরা পার্ফরমার, ২০ ম্যাচে করেছেন ১২ গোল। লীগে লেস্টার সিটির অবস্থান দুই নাম্বারে।