একটা জুটিই পারে আমাদের ম্যাচে ফেরাতে, সেরকম জুটির সম্ভাবনা জাগিয়েও টেনে নিতে পারেননি মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন। আরও একবার জুটি গড়ার চেষ্টা করছে বাংলাদেশ, এবার জুটিটি গড়েছেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ; টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি পেয়েছেন লিটন।
ঢাকা টেস্টে ২২৮ রানে পিছিয়ে থেকে লাঞ্চের পর ব্যাট করতে নামেন লিটন দাস ও মেহেদি হাসান মিরাজ, তাদের প্রথম লক্ষ্য ছিল ফলো-অন এড়ানো। দ্রুতই সেটা করেছেন তারা, ফলো-অনের শঙ্কার ইতি ঘটানোর পর নিজেদের জুটিটাকে যতটা সম্ভব লম্বা করার চেষ্টা করে যাচ্ছেন লিটন-মিরাজ।
তাদের এই জুটি যতটা লম্বা হবে ম্যাচে ফেরার সম্ভাবনা ততই উজ্জ্বল হবে বাংলাদেশের, এরই মধ্যে তারা সপ্তম উইকেটে যোগ করেছেন ৮৩ রান। টেস্ত ক্যারিয়ারের সপ্তম ফিফটি পাওয়া লিটন দাস ৫৩ ও মেহেদি হাসান মিরাজ ৩৭ রানে ব্যাট করছেন, বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেটে ২৩৮ রান; এখনও পিছিয়ে ১৭১ রানে।
এর আগে ৪ উইকেটে ১০৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেন আগের দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও মোহাম্মদ মিথুন। শুরুতে দেখেশুনে খেললেও ধীরে ধীরে রানের গতিও বাড়িয়ে দেয় বাংলাদেশ, গড়ে তোলেন ৭১ রানের জুটি। মিথুনের আউটে ভাঙে প্রতিরোধ গড়ে তোলা জুটিটি, সঙ্গীকে হারিয়ে ফিরে যান মুশফিকও।
মিথুন ৮৬ বলে ২ চারে ১৫ রান করেন, টেস্ট ক্যারিয়ারের ২৩ তম ফিফটি পাওয়া মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ১০৫ বলে ৭ চারে ৫৪ রানের ইনিংস। দুজনেই বাজে ভাবে আউট হয়েছেন, বিশেষ করে মুশফিক; রাকিম কর্নওয়েলের বলে রিস্কি রিভার্স সুইপ খেলতে গিয়ে আউট হয়েছেন তিনি।
লাঞ্চ ব্রেকে যাওয়ার সময় বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ উইকেটে ১৭৮ রান।