লাহোরে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ১৪৫ রানের টার্গেট দিয়েছে পাকিস্তান। টস হেরে ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
প্রোটিয়া অলরাউন্ডার ডুয়াইন প্রিটোরিয়াসের বিদ্ধংসী বোলিংয়ে নাকাল পাকিস্তান, মোহাম্মদ রিজওয়ানের ফিফটি এবং শেষ দিকে ফাহিম আশরাফের ক্যামিওতে শেষ পর্যন্ত লড়াকু পুঁজি পেয়েছে । ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ৫ উইকেট নিয়ে স্বাগতিকদের একাই গুড়িয়ে দিয়েছেন প্রিটোরিয়াস।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে আজ শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। প্রথম ম্যাচে ০ রানের পর আজও ৫ রানে আউট হয়েছেন বাবর আজম। ম্যাচের দ্বিতীয় ওভারে দলীয় ১০ রানে পেসার ডুয়াইন প্রিটোরিয়াসের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন পাকিস্তান অধিনায়ক। পঞ্চম ওভারে দলীয় ৩৬ রানে আবারও উইকেট হারায় স্বাগতিকরা। অ্যান্ডিল ফেহলাকওয়াইও বলে ১০ রান করে লুথো সিপামলার তালুবন্দি হন হায়দার আলী।
সপ্তম ওভারে দলীয় ৪৮ রানে হুসাইন তালাতকে ফেরান চায়নাম্যান স্পিনার তাবরিজ শামসি। দ্রুত তিন উইকেট হারালেও ইফতেখার আহমেদকে নিয়ে এগুতে থাকেন ফর্মের তুঙ্গে থাকা মোহাম্মদ রিজওয়ান। প্রথম পাকিস্তানি উইকেটরক্ষক হিসেবে টানা টি-টোয়েন্টিতে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন তিনি। ইফতেখারে সাথে রিজওয়ানের এই জুটি আসে ৪৫ রান। এরপর ডুয়াইন প্রিটোরিয়াসের দ্বিতীয় শিকার হন ইফতেখার (২০)।
৪ রান পর দলীয় ৯৭ রানে আবারও আঘাত হানেন ডুয়াইন প্রিটোরিয়াস। এবার মোহাম্মদ রিজওয়ানের উইকেট তুলেন নেন ডানহাতি পেসার। ৪১ বলে ৬ চার আর ১ ছয়ে ৫১ রানে থামে গত ম্যাচের সেঞ্চুরিয়ান রিজওয়ানের ইনিংস।
৬ষ্ঠ উইকেটে খুশদিল এবং ফাহিম আশরাফ মাত্র ১৫ বলে ২৯ রান যোগ করেন। এই জুটিতে ভালো সংগ্রহের দিকেই অগ্রসর হচ্ছিলো স্বাগতিকরা। কিন্তু ১৯তম ওভারে এসে জোড়া আঘাত হানেন ডুয়াইন প্রিটোরিয়াস। অ্যান্ডিল ফেহলাকওয়াইও এর করা শেষ ওভারে আসে ১৫ রান। আর এতেই লড়াকু পুঁজি পায় পাকিস্তান। ২ চার ২ ছয়ে ১২ বলে ৩০* রানে অপরাজিত ছিলেন ফাহিম আশরাফ।
প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৩ রানে হারিয়ে তিন ম্যাচের ১-০ তে এগিয়ে আছে স্বাগতিক পাকিস্তান।
সংক্ষিপ্ত স্কোরঃ
পাকিস্তানঃ ১৪৪/৭, ২০ ওভার; রিজওয়ান ৫১, ফাহিম ৩০* ; প্রিটোরিয়াস ৫/১৭।
টসঃ দক্ষিণ আফ্রিকা।