শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ নয়, এপ্রিলে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকেই বেছে নিয়েছেন সাকিব আল হাসান। যা নিয়ে চলছে বিস্তর আলোচনা-সমালোচনা, সেই তালিকায় যুক্ত হয়েছেন বাংলাদেশ দলের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদও।
ভক্ত কিংবা সমর্থক হিসেবে সাকিবের সিদ্ধান্ত মেনে নেওয়াটা কঠিন, তবে ক্রিকেট বোদ্ধাদের পাশেই পাচ্ছেন তিনি। জনপ্রিয় ধারাভাষ্যকার হার্শা ভোগলের মতে, ৩ টি সীমিত ওভারের বিশ্বকাপকে সামনে রেখে সাকিবের সিদ্ধান্তটি ভুল ছিল না। ভুল না সঠিক সেই আলোচনায় না গিয়ে সাকিবের সিদ্ধান্তকে ইতিবাচক ভাবেই দেখছেন ফারুক আহমেদ।
ভারতে এবছরই অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, পরের বছর একই টুর্নামেন্টের আয়োজক অস্ট্রেলিয়া। ২০২৩ সালে ৫০ ওভারের বিশ্বকাপও আছে, এসব মাথায় রেখেই সাকিবের এমন চ্যালেঞ্জিং সিদ্ধান্ত এমনটাই মনে করছেন অনেকেই।
কক্সবাজারে লিজেন্ডস কাপ টেন ডট টেনে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশের সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। সেখানে তিনি সংবাদমাধ্যমের সাথে সাকিব ইস্যু নিয়ে কথা বলেছেন, “সাকিব আমাদের জন্য একটা ব্র্যান্ড। দেখেন সে এক বছর খেলার বাইরে ছিল তাও ব্যাটিংয়ে কিছুটা অস্বস্তি দেখা গেলেও বোলিংয়ে কিন্তু সে সেরাটাই করেছে।”
সর্বশেষ আইপিএলে সুযোগ না পেয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিয়েছিলেন সাকিব, যার ফলাফল ২০১৯ বিশ্বকাপে দেখা গেছে। তার উদাহরণ দিয়ে ফারুক আহমেদ বলেন, “লাস্ট আইপিএলে যখন সে ভালো খেলছিল না, অনেক ম্যাচে সুযোগও পাচ্ছিল না এরপরও এসে বিশ্বকাপে কী পারফর্মটা করলো। সেঞ্চুরি, উইকেট, মানে সেরা পারফর্মার।”
আইপিএল বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ হতে পারে উল্লেখ করে ফারুক আহমেদ বলেন, “সে অনেক কিছু করতে পারে। সে ক্ষেত্রে আমি মনে করি, আইপিএলটা ওকে বিশ্বকাপের জন্য ভালো সাহায্য করতে পারে। ২/১ প্লেয়ার কিন্তু দলকে অনেক দূর টেনে নিতে পারে।”
গত ১৮ ফেব্রুয়ারি আইপিএলের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে দলে ফিরিয়েছে কলকাতা নাইট রাইডার্স, দল পাওয়ার পর আইপিএলে খেলার জন্য শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ থেকে বিসিবির কাছ থেকে ছুটি পেয়েছেন সাকিব আল হাসান।