ঘরের মাঠে তামিম ইকবালের টেস্ট ফিফটি ২০১৮ সালের ৩১ জানুয়ারিতে, শ্রীলংকার বিপক্ষে চট্টগ্রামে ৫২ রানের ইনিংস খেলেছিলেন দেশসেরা এই ওপেনার। এরপর দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় পর আবারও ঘরের মাঠে ফিফটি পেয়েছেন তামিম, সব মিলিয়ে প্রায় ২ বছর পর পেয়েছেন টেস্ট ফিফটি।
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তামিমের ব্যাটেই ভালো শুরু পায় বাংলাদেশ দল, এক পাশে সৌম্য সরকার ধীরস্থির ভাবে ব্যাট চালালেও টেস্ট ক্রিকেটের বিবেচনায় বিধ্বংসীই ছিলেন তামিম ইকবাল। দুজনের ওপেনিং জুটিতে ৫৯ রান আসে, ১৩ রান করে ফিরে যান সৌম্য।
সৌম্যের বিদায়ের পর দ্রুতই টেস্ট ক্যারিয়ারের ২৮ তম ফিফটি পেয়ে যান তামিম ইকবাল, সর্বশেষ ২০১৯ সালের ৮ মার্চ ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফটি পেয়েছিলেন তিনি। ৪৪ বলে ৯ চারেই ফিফটি তুলে নেন তামিম, অবশ্য ফিফটি পুরণ হওয়ার পর আর কোন রান যোগ করতে পারেননি দেশসেরা এই ওপেনার।
ক্রেইগ ব্রাথওয়েটের বলে অলস এক শটে শেন মোসলের হাতে ক্যাচ দিয়ে ফিরেন তামিম, ৭০ রানে দ্বিতীয় উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৭৭ রান, জয়ের জন্য আর দরকার ১৫৪ রান। নাজমুল হোসেন শান্ত ১০ ও মুমিনুল হক ২ রানে অপরাজিত আছেন।