আজ ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা নতুন করে র্যাংকিং প্রকাশ করেছে। যদিও প্রকাশিত র্যাংকিংয়ে শীর্ষ ৩২ দলে মধ্যে কোন পরিবর্তন আসেনি। পূর্বে পয়েন্ট যা ছিল, এবারও শীর্ষ অনেক দেশের তাই রয়েছে। অবশ্য করোনার কারণে এই সময়ে শীর্ষ ৩২ এর মধ্যে থাকা দলগুলো কোন ম্যাচও খেলতে পারেনি।
নতুন প্রকাশিত র্যাংকিংয়ে যথারীতি শীর্ষে আছে বেলজিয়াম। দুই নম্বরে ফ্রান্স, তিনে ব্রাজিল, চারে ইংল্যান্ড, পাঁচে পর্তুগাল, ছয়ে স্পেন, সাতে আর্জেন্টিনা, আটে উরুগুয়ে, নয় নম্বরে মেক্সিকো এবং দশ নম্বরে আছে ইতালি।
এশিয়ান দেশগুলোর মধ্যে শীর্ষে আছে জাপান। আর সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শীর্ষে ভারত। বাংলাদেশের অবস্থান ১৮৬তম। গত নভেম্বরে নেপালেত বিপক্ষে একটি জয় ও এক ড্র’তে দুই ধাপ আগালেও কাতারের কাছে বিধ্বস্ত হওয়ার পর আবারও ১৮৬তম স্থানে ফিরে যায় বাংলাদেশ।
সার্কভুক্ত দেশগুলোর মধ্যে চারটি দল বাংলাদেশের চেয়ে ফিফা র্যাংকিংয়ে এগিয়ে। ভারত ১০৪, আফগানিস্তান ১৫০, মালদ্বীপ ১৫৫, নেপাল ১৭১। লাল-সবুজের জার্সিধারীদের চেয়ে পিছিয়ে রয়েছে ভুটান ১৮৯, পাকিস্তান ২০০ এবং তলানিতে থাকা শ্রীলঙ্কা ২০৬।