চলতি মৌসুমের শুরুর দিকে মাঠের পার্ফরমেন্স উত্থান-পতনের মধ্যে থাকলেও সময় যত গড়িয়েছে ফর্মে ফিরেছে ফুটবলাররা। তবে ফর্ম থেকেও রিয়াল মাদ্রিদ বেশি চিন্তিত ফুটবলারদের ইঞ্জুরি নিয়ে। এই মুহূর্তে ইডেন হ্যাজার্ড, সার্জিও রামোস সহ সর্বমোট নয় জন ইঞ্জুরির কারণে দলের বাইরে আছেন।
আজ (বুধবার) রাতে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোর প্রথম লেগে আটালান্টার ঘরের মাঠে আতিথ্য নিবে রিয়াল মাদ্রিদ। কিন্তু এই ম্যাচের জন্য জিনেদিন জিদান মাত্র এগারো জন সিনিয়র ফুটবলারকে দলে পেয়েছেন। এই ম্যাচেও করিম বেঞ্জেমাকে পাচ্ছেন না জিদান। যদিও ইঞ্জুরি থেকে কিছুটা সেরে উঠেছেন বেঞ্জেমা তবুও জিদান তাকে নিয়ে কোনো রিস্ক নিতে চান না।
আটালান্টার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে জিনেদিন জিদান জানিয়েছেন,
“দলের নয় জন ইঞ্জুরিতে,যার ফলে কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। তবে যারা ইঞ্জুরি থেকে সেড়ে উঠার শেষ পর্যায়ে আছে তাদের নিয়ে কোন রিস্ক নিতে চাই না।”
এদিকে লা লীগায় শেষ চার ম্যাচেই জয় পেয়ে অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে পয়েন্ট ব্যবধান কমিয়েছে রিয়াল মাদ্রিদ। ২৪ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুই নাম্বারে আছে জিনেদিন জিদান শিষ্যরা।