করোনা পরবর্তী ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলই প্রথম সাহস করে ইংল্যান্ড সফরে গিয়েছিল, নিউজিল্যান্ড সফর করা প্রথম দলটির নামও ওয়েস্ট। বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অংশও হয়েছে ক্যারিবিয়ানরা।
সেই বিবেচনায় বড় ধন্যবাদ তাদেরই প্রাপ্য, তবে বর্তমান পরিস্থিতিতে সফল ভাবে সিরিজ আয়োজন করায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও (বিসিবি) ধন্যবাদ জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
২ টেস্ট ও ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে গত ১০ জানুয়ারি বাংলাদেশে পা রাখে ওয়েস্ট ইন্ডিজ, এরপর কোয়ারেন্টাইন শেষ করে সিরিজটিতে অংশ নেয় তারা। দলটির স্পিনার করোনা আক্রান্ত হওয়া ছাড়া আর কোন বিপত্তি ছাড়াই বাংলাদেশ সফর শেষ করে দেশে ফিরে ক্যারিবিয়ানরা।
জৈব সুরক্ষিত প্রটোকল নিশ্চিত করেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আয়োজন করে বিসিবি, ছিল না দর্শক উপস্থিতিও। কারণ কোন ধরণের ঝুঁকি নিতে রাজি ছিল না বাংলাদেশ ক্রিকেট বোর্ড, ঘটেনি অনাকাঙ্ক্ষিত কোন ঘটনাও।
সেই হিসেবে সিরিজ আয়োজনে বেশ সফলই বলা যায় বিসিবিকে, এ কারণে চিঠি পাঠিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ।
সিডব্লিউআইয়ের প্রধান নির্বাহী জনি গ্রেভ এক চিঠিতে লিখেন, “ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের পক্ষ থেকে বিসিবিকে সিরিজটি সফল ও নিরাপদভাবে আয়োজনের জন্য ধন্যবাদ জানাই। বিসিবির সাথে কাজ করে খুবই আনন্দ পেয়েছি। মেডিকেল, লজিস্টিকসহ জৈব সুরক্ষাবলয়ের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের খুব ভালো প্রশংসা পেয়েছি।”
ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজেদের মাটিতে বাংলাদেশকে খেলার আমন্ত্রণও জানিয়ে রাখলো ওয়েস্ট ইন্ডিজ। চিঠিতে জনি গ্রেভ আরও লিখেন, “আশা করি, এই সিরিজ অন্যান্য আন্তর্জাতিক দলকেও বাংলাদেশে যেতে উৎসাহী করবে। আমরা অদূর ভবিষ্যতে বাংলাদেশকে আমাদের ঘরের মাঠে দেখতে চাইবো।”
ওয়ানডে সিরিজে ৩-০ তে হারলেও টেস্টে অবিশ্বাস্য ভাবে ২-০ তে জিতেই দেশে ফিরেছে ওয়েস্ট ইন্ডিজ, দ্বিতীয় সারির দল নিয়ে হওয়া সমালোচনার জবাবটা বেশ ভালোভাবেই দিয়েছে টেস্ট সিরিজে দুর্দান্ত দুইটা জয় তুলে নিয়ে।