বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনও বিশ্বাস করে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ গুলো বাংলাদেশেই অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে আগামী ২৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে হওয়া ম্যাচের জন্য সিলেট স্টেডিয়াম চূড়ান্তও করে ফেলেছিলো ফুটবল ফেডারেশন। তবে এই ম্যাচ আয়োজনে বাধা হয়ে এসেছে আফগানিস্তান। তারা জানিয়েছে এই করোনা মহামারিতে বাংলাদেশে এসে খেলতে পারবে না। এরও আগে ওমান ফুটবল ফেডারেশন থেকে প্রস্তাব আসে বাংলাদেশের বাকি তিনটি ম্যাচ তাদের মাটিতে আয়োজন করার। তাদের এই প্রস্তাবে সাড়া দিয়েছিলো গ্রুপের বাকি দল ভারত, আফগানিস্তান ও কাতার।
তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন চায় বাকি তিনটি ম্যাচ দেশের মাটিতেই আয়োজন করতে। বাফুফে সহ-সভাপতি ও জাতীয় ফুটবল দলের কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ জানিয়েছেন,
“যেকোন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে বাংলাদেশ একদম প্রস্তুত। সরকার কোভিড-১৯ অবস্থা নিয়ন্ত্রণে এনেছে এবং ইতিমধ্যে ভ্যাকসিনও চলে এসেছে। পাশাপাশি সরকার জানে কিভাবে বিদেশি দল গুলোকে রক্ষনাবেক্ষণ করতে হয় যেটার উদাহরণ হতে পারে সদ্য ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর।”
তিনি আরও জানান,
“আমি মনে করি মধ্য প্রাচ্যের কিছু দেশের চেয়েও আমাদের দেশের অবস্থা অনেক ভাল। আমরা ইতিমধ্যে ফুটবলারদের জন্য ভ্যাক্সিনের আবেদন করেছি। তাই আমি মনে করি সব কিছুই আমাদের পক্ষে আছে।”

বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচ গুলার জন্য আগামী বুধবার এএফসি একটি অনলাইন মিটিং এর আয়োজন করেছে যেখানে উপস্থিত থাকবে গ্রুপ ‘ই’ এর সব গুলা দেশের সদস্যরা। এই মিটিংয়ে বাকি ম্যাচ গুলার তারিখ ও ভেন্যু নির্ধারিত করা হবে।
কাজী নাবিল আহমেদ আরো জানান,
“আমরা সম্ভবত এই মিটিংয়েই চূড়ান্ত করতে পারবো ম্যাচ গুলা তারিখ ও ভেন্যু। আমরা বাংলাদেশেই বাকি তিনটি ম্যাচ আয়োজন করতে চাই এবং এবং নিয়ম অনুযায়ী এটা একদমই যুক্তিসংঘত। যদি আট ম্যাচে সাতটিই বিদেশে খেলতে হয় তবে এটা যুক্তিসঙ্গত হবে না। তবে গ্রুপের বাকি দল গুলা বিভিন্ন প্রশ্ন তুলতে পারে কিন্তু আমরা তাদের প্রয়োজন গুলো পূরণ করার সর্বোচ্চ চেস্টা করবো।”