নারায়নগঞ্জের ফতুল্লায় খান সাহেব স্টেডিয়ামে খেলা নেই গত তিন বছর ধরে। এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামেই প্রায় চার-পাঁচ টা লীগ চালিয়ে যাচ্ছে। এ কারণেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফতুল্লার ক্রিকেট স্টেডিয়াম ব্যবহার করার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিকট আবেদন করেছিল। কিন্তু বাফুফের এই আবেদনে এখনও সাড়া দেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এ ব্যাপারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন জানিয়েছেন,
“বিসিবি সভাপতি এখনও কিছু জানায়নি, উনি বলেছিলেন, আমি একটু দেখে জানাবো। আপনারা জানেন এই মাঠে (কমলাপুর) চার -পাঁচটা লীগের খেলা হয়। তাই আমাদের মাঠের খুব প্রয়োজন। আমি পাপন সাহেবকে জানিয়েছিলাম যেহেতু ওই মাঠে (ফতুল্লায়) গত তিন বছর ধরে কোনও খেলা (ব্যবহার) নেই তাই এই ব্যাপারে পাপন সাহেবকে জানিয়েছিলাম কিন্তু উনি এখনো আমাদের কিছু জানায়নি।”
ফতুল্লার এই স্টেডিয়াম নিয়ে বেশ আগ্রহ দেখিয়েছিলেন ক্রীড় ও যুব প্রতিমন্ত্রী জবাব জাহিদ হাসান রাসেল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফতুল্লার মাঠের জন্য ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে যোগাযোগ করেছিল কিনা সে ব্যাপারে কাজী মোঃ সালাউদ্দিনকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন,
“ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে ফেডারেশন নিয়মিত যোগাযোগ করছে। তবে আমি এখন কোনও কমপ্লিট নিউজ দিতে পারবো না।”

বাফুফে যদি ফতুল্লার স্টেডিয়াম ব্যবহারের অনুমতি পায় তবে স্থায়ী ভাবে করবে নাকি অস্থায়ী ভাবে লীগ চালাবে সে ব্যাপারে তিনি বলেন,
“তবে আমি আরেকটা কথা বলতে চাই, মাঠ আমরা পার্মানেন্ট ভাবে চাচ্ছি না, তাদের (বিসিবির) যখন দরকার হবে তার আগেই বললে আমরা মাঠ ছেড়ে দিবো।”
কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে পাঁচটা লীগ চালাতে হবে ফুটবল ফেডারেশনকে। যথাক্রমে মেয়েদের লীগ, বিসিএল, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন ও পাইওনিয়র ফুটবল লীগ। এই পাঁচটি লীগ এক মাঠে চালাতে কঠিন অবস্থায় পড়তে হচ্ছে বাফুফেকে।