আগামী ৩ বছরে আলাদা ফর্মেটে তিনটি বৈশ্বিক টুর্নামেন্ট (বিশ্বকাপ) মাঠে গড়াবে, তবে সীমিত ওভারের এই আসর গুলোয় খেলা হবে না রঙিন পোশাকে ভারতীয় ক্রিকেট দলে ব্রত হয়ে পড়া ইশান্ত শর্মার।
যে কারণে ঘরের মাঠে দুইটা বিশ্বকাপে ভারত ট্রফি জিতলেও নামের পাশে সেটা যুক্ত হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ইশান্ত শর্মার, কঠিন এই বাস্তবতা অজানা নয় ভারতীয় এই পেসারের নিজেরও। যে কারণে ভিন্ন ভাবে বিশ্বকাপ জয়ের স্বাদ পেতে চান তিনি, আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফিই তার কাছে বিশ্বকাপের সমান।
প্রথমবারের মতো আয়োজিত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে গেছে নিউজিল্যান্ড, তাদের প্রতিপক্ষ হতে লড়াই করছে ভারত ও ইংল্যান্ড। চলমান টেস্ট সিরিজেই ভাগ্য নির্ধারণ হবে দল দুটির, ইশান্ত শর্মার চোখ আরও দূরে।
ইশান্ত শর্মা বলেন, “আমি শুধুমাত্র একটা ফর্মেটে খেলে থাকি, কাজেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আমার কাছে বিশ্বকাপের মতই। আমরা যদি ফাইনালে যেতে পারি ও ম্যাচটি জিততে পারি তাহলে বিশ্বকাপ জেতার মতই অনুভূতি হবে।”
আহমেদাবাদে নিজের শততম টেস্ট খেলতে নামবেন ইশান্ত শর্মা, পেসার হিসেবে তার চেয়ে বেশি টেস্ট খেলা একমাত্র পেসার কপিল দেব। তিনি ভারতের হয়ে ১৩১ টেস্ট খেলেছেন, ৩২ বছর বয়সী ইশান্তের চোখ আপাতত টেস্ট চ্যাম্পিয়নশিপেই।
নিজের শততম টেস্ট নিয়েই আপাতত পরিকল্পনা ইশান্ত শর্মার। তিনি বলেন, “১৩১ টেস্ট খেলতে হলে অনেক সময়ের দরকার আছে, আমার চিন্তা এখন পরের টেস্ট নিয়ে। জিততে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে ভাববো, এভাবেই পরিকল্পনা সাজাচ্ছি।”
আগামীকাল থেকে আহমেদাবাদে শুরু হবে ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট, প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টে মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।