দলের ব্যাটিং বিপর্যয়ের পর আজ সাংবাদিকদের সাথে কথা বলেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। সাকিবের ইঞ্জুরীর পরও কেন রিয়াদকে দলে নেওয়া হলোনা কেন? এমন প্রশ্নের উত্তরে বিসিবি সভাপতি জানান, তিনি রিয়াদকে দলে চেয়েছিলেন।
তিনি বলেন,
“যখন শুনলাম সাকিব ইঞ্জুরীতে, তখন একটা রিপ্লেসমেন্ট লাগবে। তখন এক এক করে অনেক নাম বলা হয়েছে। ওখানে আমার সামনে আকরাম ছিল, নান্নু ছিল, সুজন ছিল, সুমন ছিল।
আমি ওদেরকে অপশন দিয়েছিলাম চারটা না পাঁচটা। মাহমুদউল্লাহ রিয়াদ নাম্বার ওয়ান, তারপর মোসাদ্দেক, শেখ মেহেদী, এবং ফোর্থ অপশন ছিল সৌম্য। তারা সৌম্যকে বাছাই করেছে। “
এই সিরিজের ব্যর্থতার দায় নিতে হবে খুব স্বাভাবিকভাবেই এবং এর জন্য অনেক কিছুর পরিবর্তন এর ইঙ্গিত সরাসরি দিয়েছেন বিসিবি সভাপতি। তবে সবকিছুর আগে তিনি সমস্যাগুলো চিহ্নিত করতে চান এরপর সব ধরনের পরিবর্তন আনা হবে বলে বিবৃতি দেন নাজমুল হাসান পাপন।