২০১৬/১৭ সালে বিপিএল খেলতে এসে প্রথমবারের মত শৈশবের আদর্শ শহীদ আফ্রিদির স্বানিধ্য পেয়েছিলেন রশিদ খান। এরপর লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে খেলার সময় সতীর্থ হিসেবে আফ্রিদিকে পাওয়ার সৌভাগ্য হয়েছিল তার।
আসন্ন পাকিস্তান সুপার লিগের ষষ্ঠ আসরে লাহোর কালান্দার্সের হয়ে এক সাথে মাঠ মাতাতে দেখা যাবে টি-টোয়েন্টির দুই বড় তারকাকে। সেই সুযোগটা কাজে লাগাতে চান রশিদ খান। আসন্ন টুর্নামেন্টে শৈশবের নায়কের কাছ থেকে শিক্ষা নিয়ে নিজেকে আরও সমৃদ্ধ করতে চান গত দশকের আইসিসি নির্বাচিত টি-টোয়েন্টির সেরা তারকা।
আসন্ন পিএসএল উপলক্ষে ক্রিকেট পাকিস্তানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বলেছেন রশিদ খান। সেখানে আফ্রিদির সাথে একই ফ্যাঞ্জাইজিতে খেলা প্রসঙ্গে তিনি বলেন,
“আমি তাঁর সাথে ক্রিকেট নিয়ে আলোচনা করার খুব বেশি সুযোগ পাইনি। তাঁর সাথে আমি মাত্র একটি ম্যাচেই খেলেছি। লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্ব একাদশের হয়ে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচে একই দলের হয়ে তাঁর সাথে খেলার সৌভাগ্য হয়েছিল আমার।
আশা করছি আসন্ন পিএসএলে আমি তাঁর সাথে কিছুটা সময় ভাগাভাগি করে নেব এবং বিশ্ব জুড়ে তাঁর খেলার অভিজ্ঞতা থেকে নতুন কিছু শিখব। আমি তাঁর কাছ থেকে কিছুটা ব্যাটিংয়ের পরামর্শ পেতে চাই, যেহেতু তাকে ‘বুম বুম’ বলা হয় এবং কীভাবে বড় ছক্কা মারতে হয় তা তিনি জানেন।”
সেই সাথে ভবিষ্যতে তিন ফরম্যাটেই পাকিস্তানের সাথে আফগানিস্তানের দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনের আহবান জানিয়েছেন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের নাম্বার ১ বোলার। তিনি বলেন,
“উভয় দেশের পক্ষে একে অপরের সাথে ক্রিকেট খেলা অত্যন্ত জরুরি। খেলাধুলা মানুষকে ঐক্যবদ্ধ করার ক্ষমতা রাখে। আমরা এখানে পিএসএল খেলতে এসেছি এবং আশা করি এটি তিন ফরম্যাটেই উভয় দেশের মধ্যে ভবিষ্যতে সিরিজ আয়োজনের পথ সুগম করবে।”
“সেরা দলগুলোর বিপক্ষে আমরা যত বেশি খেলব, তা আমাদের ক্রিকেটের উন্নতি করতে সহায়তা করবে এবং আমাদের তরুণ খেলোয়াড়রা পাকিস্তানে খেলার মাধ্যমে মূল্যবান অভিজ্ঞতা অর্জন করবে,” তিনি আরও যোগ করেন।