বল হাতে প্রথম ইনিংসে প্রায় একাই ইংল্যান্ড ব্যাটিং লাইনআপকে ধসিয়ে দিয়েছিলেন ডানহাতি অফস্পিনে। ২৩.৫ ওভারে ৪ মেইডেন সহ মাত্র ৪৩ রানে নিয়েছেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে দল যখন ব্যাটিং বিপর্যয়ে, তখন ব্যাট করতে এসে অধিনায়ক বিরাট কোহলির সাথে ইনিংসের হাল ধরেন। কোহলি সেঞ্চুরির আগে ফিরলেও, টেলএন্ডারদের সাথে নিয়েই ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নিয়েছেন চেন্নাইয়ের ঘরের ছেলে রবিচন্দ্রন অশ্বিন।
এ নিয়ে তিনবার একই টেস্টে সেঞ্চুরি এবং ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিন ছাড়া ভারতের বিনু মানকড় এবং পলি উমিগর একবার করে এই কীর্তি গড়েছিলেন। অশ্বিনের চেয়ে এই কীর্তিতে এগিয়ে আছেন শুধু ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার ইয়ান বোথাম।
এর আগে টেস্ট ক্যারিয়ারের ৪টি সেঞ্চুরিই করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাথে। এই প্রথম অন্যদলের সাথে পেলেন শতকের দেখা।

শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১০৬ রান। ১৪৮ বলের তার ইনিংসে ছিলো ১৪টি চার এবং ১টি ছয়ের মার।
দ্বিতীয় ইনিংসে ২৮৪ রানে অলআউট হয়েছে ভারত। ফলে ইংল্যান্ডকে ৪৮২ রানের বিশাল টার্গেট দিয়েছে স্বাগতিকরা।
সংক্ষিপ্ত স্কোরঃ (টসঃ ভারত)
প্রথম ইনিংস- ভারতঃ ৩২৯/১০, ৯৫.৫ ওভার; রোহিত ১৬১, রাহানে ৬৭, রিশাভ ৫৮*; মঈন ৪/১২৮, স্টোন ৩/৪৭
প্রথম ইনিংস- ইংল্যান্ডঃ ১৩৪/১০, ৫৯.৫ ওভার; ফোকস ৪২*, পোপ ২২, স্টোকস ১৮ ; অশ্বিন ৫/৪৩, ইশান্ত ২/২৩
দ্বিতীয় ইনিংস- ভারতঃ ২৮৬/১০, ৮৫.৫ ওভার; অশ্বিন ১০৬, কোহলি ৬২, রোহিত ২৬; মঈন ৪/৯৮, লিচ ৪/১০০