নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ টি করে টেস্ট এবং টি-টোয়েন্টি খেলতে আগামীকাল (মঙ্গলবার) দেশ ছাড়বে বাংলাদেশ। ইতোমধ্যে নিউজিল্যান্ড ট্যুরের জন্য ২০ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের নিউজিল্যান্ড সফর সহজ হবে না বলে মনে করেন পেসার তাসকিন আহমেদ।
দীর্ঘদিন পর ইঞ্জুরি কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলে ফিরেছিলেন তাসকিন। তবে সেই ইঞ্জুরিই আবারও কাল হয়ে দাড়ায় এই ফাস্ট বোলারের সামনে। পুনরায় ইঞ্জুরিতে পড়ে খেলতে পারেননি সিরিজের পরের দুই ম্যাচে। তবে এখন ফিট আছেন তাসকিন। দলের সাথে যাচ্ছেন নিউজিল্যান্ডে।
নিউজিল্যান্ডের গণমাধ্যমের খবর অনুযায়ে বাংলাদেশের এই সফরের দল না খেলার সম্ভাবনা রয়েছে কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন এবং ট্রেন্ট বোল্টের। বোল্ট- উইলিয়ামসনদের মত প্লেয়াররা না থাকা নিশ্চিত স্বস্তির খবর বাংলাদেশের জন্য।
তবে নিউজিল্যান্ডের মত বৈরি কন্ডিশনে ১ বা ২ জন নিয়মিত খেলোয়াড় না থাকলেও তাতে তেমন কোনও পার্থক্য গড়ে দিবে না বলে মনে করেন তাসকিন। আজ (সোমবার) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন জানিয়েছেন নিউজিল্যান্ড সফরের বিভিন্ন কথা। তাসকিন বলেন,
“উইলিয়ামসন-বোল্টরা যদি নাও খেলেন, তাদের রিপ্লেসমেন্ট হিসেবে যারা খেলবে তারাও তাদের সেরাটা দিয়েই খেলবে। দিন শেষে আমাদের সেরা খেলাটা খেলাই গুরুত্বপূর্ণ। আমরা যদি ভালো খেলি তবেই ভালো করা সম্ভব। কারণ ২-৩ টা প্লেয়ার কোনও পার্থক্য গড়ে দিবে না, বিশেষ করে ওদের কন্ডিশনে।”
২০ মার্চ ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড অভিযান।