এবছরের অক্টোবরে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর, তবে বৈশ্বিক এই টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য এখনও নিশ্চয়তা পায়নি পাকিস্তান ক্রিকেট দল।
ভারত-পাকিস্তানের সম্পর্ক নতুন করে উল্লেখ করার অবকাশ নেই, দ্বিপাক্ষিক সম্পর্ক ক্রিকেটেও ব্যপক প্রভাব ফেলেছে, যার কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ। শুধুমাত্র বৈশ্বিক কিংবা আঞ্চলিক টুর্নামেন্টেই দেখা হয় দুই দেশের, তবে এবার সেটার নিশ্চয়তাও পাচ্ছে না পাকিস্তান।
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত, যে কারণে টুর্নামেন্টে নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে গত ডিসেম্বরের মধ্যে ভারতীয় ভিসার নিশ্চয়তা চেয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে এখনও সেটা পায়নি, ভিসা পাওয়ার জন্য আগামী ৩১ মার্চ পর্যন্ত সময়-সীমা বেধে দিয়েছে পিসিবি।
পাকিস্তানি সংবাদমাধ্যম ‘দ্যা নিউজ’কে এহসান মানি বলেন, “আমরা আইসিসি বলেছিলাম ভারতের কাছ থেকে ভিসা ও নিরাপত্তা নিয়ে লিখিত অঙ্গীকার নিয়ে এসে দিতে। ভারত ২০২০ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে জবাব দেওয়ার কথা ছিল, কিন্তু তারা সেটা দেয়নি।”
বেঁধে দেওয়া সময়ের মধ্যে পাকিস্তানকে ভিসা না দিলে হুমকিও দিয়েছে পিসিবি। দেশটির ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এহসান মানি জানিয়েছেন, নির্ধারিত সময়ে ভিসা না পেলে আইসিসির কাছে তারা বিশ্বকাপ সরিয়ে ভারত থেকে আরব আমিরাতে নেওয়ার অনুরোধ করবে।
পিসিবির চেয়ারম্যান আরও বলেন, “যদি ৩১ মার্চের মধ্যে ভারতের দিক থেকে কোন নিশ্চয়তা না পাওয়া যায়, তাহলে পিসিবি আইসিসিকে বলবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত থেকে বদলে দিতে, সেটার বিকল্প হতে পারে সংযুক্ত আরব আমিরাত।”
শুধু ক্রিকেটার নয়, বোর্ডকর্তা, ক্রিকেট সমর্থক ও বিশ্বকাপ কাভার করতে যাওয়া সব পাকিস্তানি সাংবাদিকদের ভিসার নিশ্চয়তা চেয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।