চলমান ২০২০/২১ মৌসুমের বিজয় হাজারে ট্রফিতে নতুন ইতিহাস গড়েছে ইশান কিশানের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড। ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহের পাশাপাশি রানের ব্যবধানে সবচেয়ে বড় জয় তুলে নিয়েছে তারা।
মধ্য প্রদেশের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিং নেমে ৪২২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ঝাড়খণ্ড। যা একদিনের ক্রিকেটে ভারতের ইতিহাসে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে ২০১১ সালে বীরেন্দর শেবাগের ২১৯ রানের ইনিংসে উপর ভরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪১৮ রানে করেছিল ভারতীয় দল, যা এতদিন সর্বোচ্চ দলীয় রানের রের্কড ছিল।
অবশ্য ভারতের মাটিতে প্রথম শ্রেণীর একদিনের ক্রিকেট সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ডটি দক্ষিণ আফ্রিকার দখলে। প্রোটিয়ারা করেছিল ৪৩৮ রান।
ঝাড়খণ্ডের এই ইতিহাস গড়া ইনিংসে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক ইশান কিশান। শনিবার ইন্দোরে ৯৪ বলে ১৭৩ রানের টর্নেডো ইনিংস খেলেছেন তিনি। যেখানে ছিল ১৯টি চার এবং ১১টি ছয়ের মার।
জবাবে খেলতে নেমে ঝাড়খণ্ড পেসার বরুণ অরুণের বোলিং তোপে মাত্র ৯৮ রানেই গুটিয়ে যায় মধ্য প্রদেশ। ফলে আরও একবার রেকর্ডবুকে জায়গা করে নেয় ঝাড়খণ্ড। ৩২৪ রানে বিশাল জয় ভারতের ইতিহাসে তো বটেই, সারা পৃথিবীর প্রথম শ্রেণির ক্রিকেটে ইতিহাসে রানের হিসেবে দ্বিতীয় বৃহৎ জয়। বরুণ অরুণ ৩৫ রানেই নেন ৬ উইকেট।
প্রথম শ্রেণীর ক্রিকেটে ভারতীয় দলের সর্বোচ্চ দলীয় সংগ্রহের তালিকাঃ
- ঝাড়খণ্ড ৪২২ বনাম মধ্যপ্রদেশ (২০২১)
- ভারত ৪১৮ বনাম ওয়েস্ট ইন্ডিজ (২০১১)
- ভারত ৪১৪ বনাম শ্রীলঙ্কা (২০০৯)
- মধ্যপ্রদেশ ৪১২ বনাম রেলওয়ে (২০১০)
- ভারত ৪০৪ বনাম শ্রীলঙ্কা (২০১৪)
- ভারত ৪০১ বনাম দক্ষিণ আফ্রিকা (২০১০)
রানের ব্যবধানে প্রথম শ্রেণীর ক্রিকেটে সবচেয়ে বড় জয়
- ৩৪৬ – সোমারসেট বনাম ডিভন (১৯৯০)
- ৩২৪ – ঝাড়খণ্ড বনাম মধ্য প্রদেশ (২০২১)*
- ৩২৪ – গ্লৌচেস্টারশায়ার বনাম বাকিংহামশায়ার (২০০৩)
- ৩০৪ – সাসেক্স বনাম আয়ারল্যান্ড (১৯৯৬)
- ৩০৪ – সংযুক্ত আরব আমিরাত বনাম আর্জেন্টিনা (২০০৭)