গত মাসে শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলে ছুটিতে দেশে ফিরেন ইংলিশ পেস বোলিং অলরাউন্ডার স্যাম কারান। ছুটি কাটিয়ে ভারতের বিপক্ষে টেস্ট দলে যোগ দেওয়ার কথা থাকলেও ভ্রমণ জটিলতার কারণে সেটা হচ্ছে না কারানের।
জৈব সুরক্ষিত প্রটোকলে খেলার ধকল কাটিয়ে উঠতে রোটেশন পদ্ধতি ফলো করে ক্রিকেটারদের খেলাচ্ছে ইংল্যান্ড, যে কারণে বিশ্রাম পান তিনি।
ছুটি কাটিয়ে ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের আগেই দলের সাথে যোগ দেওয়ার কথা ছিল স্যাম কারানের, কিন্তু ভ্রমণ জটিলতার কারণে তার খেলা হচ্ছে না পুরো সিরিজেই। করোনা পরিস্থিতিতে বৈশ্বিক ভ্রমণ জটিলতায় ভারতে পৌঁছাতেই পারেননি, যার ফলে খেলা হচ্ছে না শেষ টেস্টেও।
ইংল্যান্ড থেকে আপাতত ভারতে সরাসরি কোন ফ্লাইট নেই, এ কারণে ট্রানজিট হয়ে ভারতে যাওয়ার ঝুঁকিপূর্ণ হওয়া এবং স্যাম কারানের একার জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা সম্ভব না হওয়ায় টেস্ট সিরিজে খেলা হচ্ছে না তার।
তবে টেস্ট সিরিজ মিস করলেও সীমিত ওভারের সিরিজের আগেই দলের সাথে যোগ দিবেন স্যাম কারান, নিশ্চিত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ভারত-ইংল্যান্ডের তৃতীয় টেস্ট, প্রথম দুই ম্যাচের ১ টিতে করে জিতে ১-১ এ সমতায় আছে সিরিজটি। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে দুই দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ সিরিজের শেষ দুই টেস্ট।