শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্ণ হতে যাচ্ছে। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে হারিয়ে ২য় বারের বিশ্বকাপ ঘরে তোলে মহেন্দ্র সিং ধোনির দল।
ভারতের বিশ্বকাপ জয়ের ১০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিশেষ এক উদ্যোগ নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আগামীকাল (শুক্রবার) থেকে ‘ক্রিকেট ওয়াল্ড কাপ-১১ রিউইন্ড’ নামে অনলাইনে একটি সিরিজ ছাড়বে তারা।
এই সিরিজে থাকবে সর্বমোট ১০০ টি সিরিজ। যেখানে পর্ব আকারে দেখানো হবে ভারতের বিশ্বকাপ জয়ের সেই স্মৃতি। এছাড়াও উক্ত পোস্ট গুলোতে থাকবে ৫ মিনিটের একটি করে ভিডিও। যেটিতে থাকবে ভারতের বিশ্বকাপ জয় করার পথের বিভিন্ন ম্যাচের হাইলাইটস।
এছাড়াও এই ১০০ পর্বের সিরিজের বিভিন্ন ভিডিওগুলোতে দেখানো ভারতের বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় এবং কোচিং স্টাফের সদস্যদের এক্সক্লুসিভ সাক্ষাতকার। ভিডিওগুলো আইসিসির বিভিন্ন প্লাটফর্মে – ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ইউটিউব সহ বিভিন্ন জায়গায় শেয়ার করা হবে।