তরুণ প্রতিভাবান ফুটবলার খুজের বের করার লক্ষ্য নিয়েই আজ থেকে শুরু হলো তৃতীয় বিভাগ ফুটবল লীগ। ঢাকাস্থ কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আয়োজিত হবে লীগের সব গুলো ম্যাচ। এবারের লীগে সর্বমোট ১৮ টি দল অংশগ্রহণ করবে। আজ দিনের প্রথম ম্যাচে ফকিরেরপুল সুর্য তরুন সংঘকে ২-০ গোলে হারিয়েছে টাঙ্গাইল ফুটবল একাডেমি। ম্যাচের ২৩ ও ৪৭ মিনিটে জোড়া গোল করেন টাঙ্গাইলের আলামিন।

লীগের প্রথম ম্যাচের আগে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন, বাফুফের সহ-সভাপতি ও ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান জনাব মোঃ ইমরুল হাসান সহ বাফুফের অন্যান্য সদস্যরা।
প্রথমবারের মত বাফুফের সহ-সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির চেয়ারম্যানের দায়িত্বও পেয়েছেন ইমরুল হাসান, তার চাওয়া আগামী চার বছরে দায়িত্বে থাকাকালীন দেশের ঘরোয়া ফুটবল নিয়মিত মাঠে গড়াবে। তিনি আরও বলেন,
“মাঠে ফুটবল না থাকলে প্রতিভা বের হয়ে আসবে না। তাই নিয়মিত লীগ হওয়াটা জরুরী। এতটুকু নিশ্চয়তা দিতে পারি যে আগামী চার বছর তৃতীয় বিভাগ ফুটবলের পাশাপাশি বাকি লীগগুলোও নিয়মিত মাঠে গড়াবে।”

সর্বশেষ ২০১৭-১৮ মৌসুমে তৃতীয় বিভাগ ফুটবল লীগ মাঠে গড়িয়েছিল। গত বছর আয়োজিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা স্থগিত করা হয়।
আগামীকাল (বৃহস্পতিবার) তৃতীয় বিভাগ ফুটবল লীগের চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের শুরুতে দুপুর ১২ টায় লড়বে দিপালী যুব সংঘ ও উত্তরা ফ্রেন্ডস ক্লাব, দুপুর ২ টায় লড়বে কল্লোল সংঘ ও নারিন্দা জুনিয়র লায়ন্স ক্লাব, বিকাল ৪ টায় মুখোমুখি হবে লালবাগ স্পোর্টিং ক্লাব ও দ্যা মুসলিম ইন্সটিটিউট এবং দিনের শেষ ম্যাচে সন্ধ্যা ৬ টায় মাঠে নামবে কিংস্টার স্পোর্টিং ক্লাব ও চকবাজার ইউনাইটেড।