গেল বৃস্পতিবার নিলামে টাইগার পেসারকে দলে ভিড়িয়ে তা ভক্তদের জানাতে কাঁচা হাতে কোনমতে ফটোশপ করে মুস্তাফিজের ছবিতে তাদের জার্সি বসিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছবি প্রকাশ করেছিল রাজস্থান। তবে এবার ভিন্ন এক উপস্থাপনায় নজর কেড়েছে ফ্যাঞ্জাইজিটি।
শনিবার প্রকাশিত এক ছবিতে প্রযুক্তির ছোঁয়ায় রাজস্থানের ঐতিহাসিক স্থাপনার আদলে আবেদনরত টাইগার পেসারকে দেখা গেছে। এমন ভিন্ন শিল্পে মন কেড়েছে দর্শকদের।

মুস্তাফিজ ছাড়াও ক্রিস মরিস এবং শিভাম দুবেকে নিয়েও ছবি প্রকাশ করেছে তারা।
এর আগে মুস্তাফিজকে নিয়ে বাংলাতে পোস্ট করতেও দেখা গেছে রাজস্থানকে। সেখানে তারা লিখেছিল, “মুস্তাফিজুর, সব ভালো তো?”
বৃহস্পতিবার আইপিএলের ১৪তম আসরের নিলামে ভিত্তিমূল্যে ১ কোটি রুপিতেই বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে কিনে নেয় রাজস্থান রয়্যালস।