আজ নিউজিল্যান্ডে যাবার আগে কথা বলেছেন মুস্তাফিজুর রহমান। আইপিএল নাকি দেশ আগে এমন প্রশ্নে সরগরম চলমান ইস্যু নিয়ে প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন তিনি। সেখানে তিনি সাফ জানিয়ে দেন, দেশের খেলা রেখে আইপিএল খেলতে যাবেন না দ্য ফিজ।
তিনি বলেন, “সবার আগে আমার দেশের খেলা, ফার্স্ট। শ্রীলঙ্কা টেস্টে যদি থাকি, তাহলে আমি টেস্ট খেলবো। যদি না থাকি তাহলে বিসিবি তো আমাকে বলবে যে, আমি নাই। আমি বিসিবিকে বলবো, বিসিবি যদি আমাকে ছাড়ে তাহলে আমি আইপিএলে খেলবো। দেশ প্রেম আগে।”
আইপিএল খেলা নিয়ে কাউকে জোর পূর্বক সিদ্ধান্ত চাপিয়ে দিবেনা বিসিবি। গতকাল সংবাদ সম্মেলনে এমন কথাই জানিয়েছেন নাজমুল হাসান পাপন। মুস্তাফিজ চাইলেই টেস্ট না খেলে যেতে পারতেন আইপিএলে। তবে তিনি তা করছেন না। জানিয়েছেন, টেস্ট দলে জায়গা হলে তিনি টেস্টই খেলবেন।
মোস্তাফিজ বলেন, “যদি টেস্টে (শ্রীলঙ্কা সফর) আমাকে রাখে, আমি টেস্ট খেলবো। যদি না রাখে তাহলে বিসিবি জানে…, বিসিবি যেটা বলবে আমি সেটা করবো। বিসিবি চাইলে রাজি না হওয়ার তো কিছু নাই।”
‘দেশের খেলা আগে’ এমন সিদ্ধান্তের পেছনে কোন চাপ রয়েছে কি-না। মোস্তাফিজ জানান, “না এ বিষয়ে কোন চাপ নেই।”
মোস্তাফিজ নিয়ে ঘোলা পরিবেশ তবে কি কিছুটা পরিষ্কার হলো?