বাংলাদেশের ফুটবলে গোলের পর সচারাচর ভিন্ন ধর্মী উদযাপন দেখা না গেলেও ইউরোপীয়ান ফুটবলে নিয়মিত দেখতে পাওয়া যায়। এই যেমন লুইস সুয়ারেজ গোল করেই হাতের তিন আঙ্গুলে চুমু দেন। এদিকে লিওনেল মেসি গোলের পর দু’হাত আকাশের দিকে উঁচিয়ে ধরেন। গোলের পর টেলিফোনে কল করাই যেন ফ্রান্স ও বার্সেলোনা তারকা এন্তনিও গ্রিজম্যানের কাজ।
তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে বায়ার্ন মিউনিখ তারকা সার্জ নাব্রির গোলের পরেই “রান্না করার বা কুকিং সেলিব্রেশন।”
অবশেষে বাংলাদেশের ফুটবলেও সার্জ গ্যানাব্রির ‘কুকিং সেলিব্রেশন’ দেখা গেল গত ১৬ই ফেব্রুয়ারী কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও আরামবাগের ম্যাচে। বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন দ্যা সিলভা ম্যাচের ৩২ মিনিটে নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোল করার পর দর্শকদের উদ্দেশ্যে ‘কুকিং সেলিব্রেশন’ করেন।
ফেডারেশন কাপের পর লীগেও নিয়মিত গোল করছেন এই কিংস ফরোয়ার্ড কিন্তু এই ‘কুকিং সেলিব্রেশন’ এর আগে দেখা যায়নি। কি কারণে এই ভিন্ন ধর্মী উদযাপন জানতে চাওয়া হলে রবসন ডেইলিস্পোর্টসবিডিকে জানান,
“একজন বসুন্ধরা কিংস ভক্ত এই উদযাপন আমার কাছ থেকে দেখতে চেয়েছিলো এবং আমার কাছে উদযাপনটি আকর্ষণীয় মনে হয়েছে। তাই গোল করার পর উদযাপন করেছি।”
চলতি লীগে ৯ ম্যাচে ৯ গোল করে লীগে দ্বিতীয় সর্বোচ্চ গোল দাতা রবসন দ্যা সিলভা এবং ১০ গোল করে সর্বোচ্চ গোলদাতা শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের পা ওমর জোবে।