একজন লেগ স্পিনার হিসেবে ক্রিকেট বিশ্ব ইতোমধ্যে বেশ নাম-ডাক কামিয়েছেন আফগান লেগি রশিদ খান। শেষের দিকে ব্যাটটাও খারাপ করেন না তিনি। নিচের দিকে নেমে দ্রুত কিছু রান করে দলকে এগিয়ে রাখার কাজটা করতে বেশ সিদ্ধহস্ত এই লেগি।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) মাত্র দুইটি ম্যাচ খেলেই জাতীয় দলে খেলার জন্য ফিরে যাচ্ছেন দেশে। দেশে ফেরার আগে পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে ব্যাট হাতে ঝড় তোলেন রশিদ। করেন ১৫ বলে অপরাজিত ২৭ রান।
জালমির বিপক্ষে জয়ের জন্য চার রান বাকি থাকতে দারুণ এক হেলিকপ্টার শটে সীমানা ছাড়া করেন তিনি। ছক্কা মেরেই দলের জয় নিশ্চিত করেন রশিদ। যে শটটি মনে ধরেছে ইংল্যান্ড নারী দলের সাবেক ক্রিকেটার সারাহ টেইলরের। জাতীয় দল থেকে অবসর নিলেও সারাহ নিয়মিত খেল থাকেন ঘরোয়া ক্রিকেটে।
Teach me 😂 https://t.co/1xOveQ7ihO
— Sarah Taylor (@Sarah_Taylor30) February 21, 2021
রশিদ খানের থেকে এই হেলিকপ্টার শটটি আয়ত্ব করতেন চান এই প্রমীলা ব্যাটার। পিএসলের শেয়ার করা রশিদের ওই ভিডিও রি-টুইট করে সারাহ লিখেছেন, ‘শেখাও আমাকে’।