এইচবিএল পাকিস্তান সুপার লি্গের (পিএসএল) মাঝামাঝি সময়ে এসে রশিদ খানের বিকল্প খুজতে হচ্ছিলো লাহোর কালান্দার্সের। অবশেষে রশিদের বুকল্প খুজে পেয়েছে তারা। নেপাল থেক উড়িয়ে আনা হচ্ছে লেগ স্পিনার সন্দ্বীপ লামিচানেকে।
কালান্দার্সের হয়ে ২০১৯ মৌসুমে অভিষেক হয়েছে সন্দ্বীপের। আসন্ন জিম্বাবুয়ে সিরিজের খেলতে পিএসএল ছেড়ে গেছেন এই আফগানি লেগ স্পিনার।
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে পরিচিত এক মুখ সন্দ্বীপ লামিচানে। ছোট দলের এই বড় তারকা বিশ্বের সকল প্রান্তেই খেলে বেড়ান ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। বিপিএল, বিগ ব্যাশ থেকে শুরু করে আইপিএলেও পদাচারণ আছে তার। লামিচানে তার ক্যারিয়ারের এখন পর্যন্ত ৯৩ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১৮.৮6 গড়ে নিয়েছেন ১২৫ টি উইকেট। ইকোনোমি রেটটাও দুর্দান্ত ৬.৭৯।
Guess where am heading to? ✈️ pic.twitter.com/PnZKGyz1BX
— Sandeep Lamichhane (@Sandeep25) February 27, 2021
এভবছর ৩ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে তালিকার ৩ নাম্বারে অবস্থান করছে লাহোর কালান্দার্স। সমান পয়েন্ট নিয়ে তালিকার ২ নাম্বারে আছে পেশাওয়ার জালমি। দুই খেলায় শতভাগ জয় নিয়ে তালিকার সবার উপরে ইসলামাবাদ ইউনাইটেড।
রোবিবার (২৮ ফেব্রুয়ারি) রাত ৮টায় করাচি কিংসের মুখোমুখি হবে লামিচানের লাহোর।