ক্লাব বিশ্বকাপে জয়ের পর সময়টা ভালো যাচ্ছে না বায়ার্ন মিউনিখের। ইঞ্জুরি এবং অফফর্ম দুই মিলে বাজে সময় পার করছে সদ্য হেক্সাজয়ী বাভারিয়ানরা। গেল সপ্তাহে দুর্বল আর্মিনিয়ার সঙ্গে ড্র করার পর তিন দিন আগে ফ্রাঙ্কফ্রুর্টের কাছে হেরে বসে হ্যান্সি ফ্লিকের দল। তাই, নিজেদের চেনা ফর্মে ফিরতে জয়ের কোন বিকল্প নেই লেওয়ানডস্কিদের। যদিও তার জন্য কঠিন পরীক্ষা দিতে হবে ছয়বারের ইউরোপ সেরাদের।
ল্যাজিও ২০০০ সালের প্রথমবার ইউরোপ সেরার মঞ্চে শেষ ষোলোয়ে উঠেছিল। দলে আছে চিরো ইমোবিল ও জোয়াকিন কোরেয়ার মত নিয়মিত স্কোরাররা। তাছাড়া, সর্বশেষ পাঁচ ম্যাচে চার জয়ে বাড়তি অনুপ্রেরণা দিবে স্বাগতিকদের। চ্যাম্পিয়নস লীগে সর্বশেষ ছয় ম্যাচে জার্মান ক্লাবগুলোর বিপক্ষে কেবল একটি হার মনস্তাত্ত্বিকভাবেও এগিয়ে রাখবে ল্যাজিওকে। তাই একুশ বছর পর চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোয় দারুণ কিছু করতে মুখিয়ে আছে সিমেওনি ইনজাগির শিষ্যরা।
ইউরোপ শ্রেষ্ঠত্বের মঞ্চে এবারই দুদল প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে। বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়নস লীগে টানা ১৩ বার শেষ ষোলোয় উঠেছে। এই প্রতিযোগিতার ইতিহাসে কেবল রিয়াল মাদ্রিদ (২৪) ও বার্সেলোনাই (১৭) তাদের চেয়ে বেশিবার টানা শেষ ষোলোয় খেলেছে। তাছাড়া, এই প্রতিযোগিতায় সর্বশেষ পাঁচ ম্যাচেই অপরাজিত আছে বাভারিয়ানরা।
স্তাদিও অলিম্পিকোয় সর্বশেষ দুই ম্যাচে ১৩ গোল করেছে বায়ার্ন মিউনিখ যার মধ্য রোমার বিপক্ষে ৭-১ গোলের বড় জয়ও রয়েছে। গেল মৌসুম মিলিয়ে বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়নস লীগের সর্বশেষ ১৭ ম্যাচে অপরাজিত। এই সময় বাভারিয়ানরা ম্যাচ জিতেছে ১৬টি; ৬১টি গোল করে হজম করেছে কেবল ১৩টি।
ইউরোপ সেরার মঞ্চে দারুণ ফর্মে থাকলেও রাতে শেষ ষোলোর প্রথম লেগে একাদশ সাজাতে হিমসিম খেতে হবে বায়ার্ন কোচ হ্যান্সি ফ্লিককে। করোনা পজিটিভ থাকায় বায়ার্ন পাচ্ছে না দলের গুরুত্বপূর্ণ দুই ফুটবলার থমাস মুলার ও বেঞ্জামিন পাভার্ডের সার্ভিস। ইঞ্জুরির জন্য দলে নেই তৌলিসো, গ্যানেব্রি, দগলাস কস্তা ও আলেক্সান্ডার নোবেল।
খুশির সংবাদ ইঞ্জুরি সেরে একাদশে ফিরছে মিডফিল্ডার গোরেতজা ও জাভি মার্টিনেজ। অন্যদিকে লুইজ ফিলিপ, স্টেফান রেডো ও সিলভিও প্রটো ছাড়া বেশ ভালো একটি একাদশ পাবে স্বাগতিক ল্যাজিও।
রাতে চ্যাম্পিয়নস লীগের শেষ ষোলোয় রয়েছে আরও একটি বড় ম্যাচ। রোমানিয়ার বুখারেস্টে মুখোমুখি হচ্ছে স্প্যানিশ জায়ান্ট অ্যাথলেটিকো মাদ্রিদ ও ইংলিশ ক্লাব চেলসি। অ্যাথলেটিকোর ঘরের মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও স্পেনে করোনার বাড়তি প্রটোকল থাকায় দুদলের সম্মতিতে নিরেপক্ষ ভেন্যু বুখারেস্টে আয়োজিত হচ্ছে ম্যাচটি।
ইউরোপ সেরার মঞ্চে দুদলের ৭ বারের মুখোমুখি লড়াইয়ে সমান ২টি করে জয় পেয়েছে চেলসি ও অ্যাথলেটিকো মাদ্রিদ। এই প্রতিযোগিতায় দুদল একে অপরের বিপক্ষে গোলও করেছে সমান ১১টি করে। তাই আজকে দুদলের সামনে সুযোগ রয়েছে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার। রোমাঞ্চকর এই ম্যাচটিও বাংলাদেশ সময় আজ রাত দুটোয় অনুষ্ঠিত হবে।