এবারই প্রথম ইউরোপ শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মুখোমুখি হচ্চে দুদল। এর আগে চ্যাম্পিয়নস লীগে কেবল দুটো ইংলিশ ক্লাবের বিপক্ষে খেলেছিলো লেইপজিগ। দুবারই দুই লেগ মিলিয়ে ইংলিশ ক্লাবগুলোর সঙ্গে হেরেছে জার্মানির উদীয়মান ক্লাবটি।
ইঞ্জুরি, অফফর্মে সবমিলিয়ে চলতি মৌসুমে কোণঠাসা থাকলেও সর্বশেষ পাঁচ অ্যাওয়ে ম্যাচে জার্মান ক্লাবগুলোর বিপক্ষে অপরাজিত থাকা লিভারপুল জয়ের জন্যই খেলতে নামবে। যদিও চ্যাম্পিয়নস লীগে ঘরের মাঠে সর্বশেষ ৬ ম্যাচে অপরাজিত থাকা লেইপজিগ ছেড়ে কথা বলবে না। চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে লেইপজিগই একমাত্র দল যাদের এখনও কোন ম্যাচ গোলশূন্য ম্যাচ শেষ হয়নি। তাই জমজমাট একটি ম্যাচ হতে যাচ্ছে অনায়েসেই বলা যায়।
দলে নানাবিধ সমস্যা থাকলেও জয়ের বিষয়ে আশাবাদী লিভারপুল কোচ। ম্যাচ শুরুর আগে ইয়ুর্গন ক্লপ জানান,
“আমরা শেষ ষোলোয় থাকা মানে আমাদের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হবে। এখানে ইউরোপের সেরা ১৬ দল রয়েছে। জানি কঠিন হবে, তবে আমরা ঘুরে দাড়াতে চাই।”
লিভারপুলের সাম্প্রতিক সময়ের অফফর্ম জানা আছে লেইপজিগ কোচের। নিজের দল নিয়ে আত্মবিশ্বাসী হলেও ক্লপের দলকে সমীহ লেইপজিগের জার্মান এই কোচের। জুলিয়ান ন্যাগেলসম্যান জানান,
“আমরা এখনও ঠিক কক্ষপথে রয়েছি। আমরা সর্বশেষ চারটি ম্যাচ জিতেছি এবং লিভারপুল তাদের শেষ সাতটির মধ্যে পাঁচটিতে জিতেনি। তারপরও তারা প্রেস করবে আমাদের তা মোকাবেলা করতে হবে। ছেলেরা তার জন্য প্রস্তুত।”